সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

দাউদকান্দিতে রেজা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

রাজিব হোসেন জয় (দাউদকান্দি) কুমিল্লা :
  • আপডেট সময় শনিবার, ২০ মে, ২০২৩

কুমিল্লার দাউদকান্দিতে রেজাউল করিম রেজা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে তাঁর পরিবার ও এলাকাবাসী। শুক্রবার (১৯ মে) উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের খোশকান্দি বাজার চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার শত শত নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা আসামী গ্রেফতার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে। তারা জানায় রেজা হত্যা মামলা দায়ের এর ১ মাস পেরিয়ে গেলেও ২জন নারী আসামী ছাড়া বাকীরা এখনো ধরা ছোঁয়ার বাহিরে। মানববন্ধনকারীরা দাবী করেন,রেজাকে কতিপয় স্থানীয় চিন্হিত সন্রাসী পিটিয়ে হত্যা করে। হত্যার এ ঘটনায় অদ্যাবদি মূল আসামীরা গ্রেফতার হয়নি। তারা দ্রত অপরাধীদের গ্রেফতার ও ফাঁসির দাবী জানান। এ বিষয়ে মানববন্ধনকারীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। উল্লেখ্য গত ২০ এপ্রিল উপজেলার খোশকান্দি গ্রামের সাইজউদ্দিনের ছেলে রেজাউলকে ক্রিকেট খেলা কে কেন্দ্র করে সন্রাসীরা পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় রেজাউলের ছোট ভাই ইউসুফ হাসান ১৩ জনের নাম উল্লেখ ও ৪ জনকে অজ্ঞাত আসামী করে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com