শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন

পাকিস্তান জামায়াত আমিরের গাড়িবহরে হামলা: আফ্রিদির নিন্দা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
সিরাজুল হক ও শহিদ আফ্রিদি - ফাইল ছবি

জামায়াতে ইসলামী পাকিস্তানের আমির সিরাজুল হকের গাড়িবহরকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এর তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ খান আফ্রিদি। গত শনিবার এক টুইটবার্তা আফ্রিদি এ নিন্দা জানান। তিনি টুইটারে লেখেন, ‘জামায়াতে ইসলামী পাকিস্তানের আমির সিরাজুল হকের ওপর প্রাণনাশী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।’
আফ্রিদি আরো লেখেন, ‘আল্লাহর শুকরিয়া যে সিরাজুল হক নিরাপদে আছেন। এ হামলায় যারা আহত হয়েছেন তাদের সুস্থতার জন্য দোয়া করছি।’ উল্লেখ্য, গত শুক্রবার সিরাজুল ইসলাম বেলুচিস্তানের ঝোবেতে একটি সমাবেশে যাওয়ার পথে এ হামলার শিকার হন। দলটির সাধারণ সম্পাদক আমির উল আজিম জানিয়েছিলেন, হামলায় আমিরের কোনো ক্ষতি হয়নি। জামায়াতে ইসলামী তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানিয়েছিল, এটি একটি আত্মঘাতী হামলা ছিল। হামলাকারীকে হত্যা করা হয়েছে। অপর এক টুইটে দলটি জানিয়েছে, এ আক্রমণে সাতজন কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। জামায়াতের একজন মুখপাত্র জানিয়েছেন, হামলায় বেশ কয়েকটি গাড়ি ধ্বংস হয়েছে। পাকিস্তানজুড়ে সাম্প্রতিকালে রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে আক্রমণের ঘটনা বাড়ছে। শুক্রবারের এ ঘটনাটি তারই অংশ। দেশটির নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের নির্মূল করতে অভিযান পরিচালনা করছে। সূত্র : দি নিউজ, ডেইলি জংগ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com