বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে হবে দ্বিতীয় পদ্মা সেতু পুলিশের অনুমতি নিয়ে কর্মসূচি পালন করতে পারবে অনিবন্ধিত জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন ইসলামী ব্যাংকের ৪টি সেবার উপর কর্মশালা জনাব এম. এম. সাইফুল ইসলাম শাহ্জালাল ইসলামী ব্যাংক উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন নগরীজুড়ে ছেয়ে গেছে পোস্টারে জমে উঠছে ফেসবুক প্রচারণা নগরকান্দায় তালমা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা ঢাকা মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি উত্তরা অঞ্চলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ‘মুখ ও মুখোশ’ অভিনেত্রী পিয়ারী বেগম আর নেই সীতাকুেন্ডর এয়াকুবনগর ছড়ার বাঁধেই আটকে আছে কৃষি ও পর্যটন শিল্পের উন্নয়ন

মঙ্গলবার আমার গ্রেফতারের সম্ভাবনা প্রবল: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

ইসলামাবাদে মঙ্গলবার গ্রেফতার হওয়ার আশঙ্কা প্রবল বলে দাবি করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান বলেছেন, তার জীবনের হুমকি এখনও রয়েছে।
সিএনএন দেওয়া সাক্ষাৎকারে রবিবার তিনি বলেন, ‘গণতন্ত্রকে ভেঙে ফেলার জন্য সবকিছু করা হচ্ছে। এই মুহূর্তে আমার ১০ হাজারের বেশি কর্মী গ্রেফতার আছে। আমার পুরো সিনিয়র নেতৃত্ব কারাগারে। ইমরান বলেন, ‘মঙ্গলবার আমি জামিনের জন্য ইসলামাবাদে যাচ্ছি। সেখানে আমাকে গ্রেফতার করার সম্ভাবনা ৮০ শতাংশ’।
বর্তমান সময়কে ‘অনিশ্চত’ অভিহিত করে ইমরান খান অক্টোবরের শেষের দিকে জোট সরকারের অধীনে জাতীয় নির্বাচন না হওয়ার বিষয়ে তার আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘মনে হচ্ছে তারা অক্টোবরেও জাতীয় নির্বাচন করবে না। আমার দলের পরাজয় নিশ্চিত না করে তারা নির্বাচন করবে না’। উপনির্বাচনে তার দল জয়ী হয়েছে জানিয়ে ইমরান বলেন, ‘তাদের ভয় পিটিআই ক্ষমতায় আসবে। গণতন্ত্রকে ধ্বংস করার জন্য তাই তারা সবকিছু করছে’।
ইমরান দাবি করেছেন, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে সরকার তাকে ‘ফেলে দিতে’ চেয়েছিল। সাক্ষাৎকারে ইমরান গত বছর তার ওপর চালানো ‘হত্যাচেষ্টার’ বিষয়টি সামনে আনেন। তিনি বলেন, ‘আমাকে হত্যার জন্য ধর্মীকে ব্যবহার করা হতে পারে। আমার জীবনের হুমকি এখনও আছে’। ইমরান বলেন, ৯ মের ‘দাঙ্গাবাজদের’ সামরিক ও সন্ত্রাসবিরোধী আদালতে বিচার করতে যাচ্ছে সরকার। এটা দেখে মনে হচ্ছে আমার দলের ওপর ‘নিষেধাজ্ঞা আরোপের’ চেষ্টা চলছে। সূত্র: পাকিস্তান অবজারভার, দ্য ডন




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com