বরিশালে বিএনপি নেতৃবৃন্দরা বলেছেন, এই অবৈধ ভোট চোর সরকারের অধিনে আর কোন নির্বাচন নয়। বক্তারা আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মরন করে দিয়ে বলেন, আপনার এতই উন্নয়নের জনসমর্থন থেকে থাকে তাহলে কেন এদেশের জনগণকে বিশ্বাস করে নিরপক্ষ সরকারের হাতে ক্ষমতা ছেড়ে নির্বাচন দিতে ভয় পাচ্ছেন। তাই আপনি যদি দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনা করে থাকেন তাহলে অভিলম্বে ক্ষমতা তত্বাবধায়ক সরকারের হাতে ছেড়ে দিয়ে পুনরায় ক্ষমতায় আসার জন্য যোগ্যতার প্রমান করার আহবান জানান। (২৮ই মে) রোববার বেলা ১১টায় বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশী হয়রানী বন্ধ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোড শেডিং,আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতি’র প্রতিবাদে সরকার পতনের ১০ দফা দাবী বাস্তবায়নে বরিশাল মহানগর বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচি শুরুর পূর্বে দলীয় কার্যলয়ের সম্মুখে অস্থায়ী মঞ্চে একথা বলেন। বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবকদল সাবেক সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সঞ্চলনায় পদযাত্রা পূর্বক সমাবেশে এসময় আরো বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ, কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড,মীর জাহিদুল কবির জাহিদ. মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড,আলী হায়দার বাবুল, মহানগর যুগ্ম আহবায়ক আলতাফ মাহমুদ সিকদার, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার,বরিশাল বিভাগীয় যুবদল সহ-সভাপতি ও জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড.এইচ.এম তছলিম উদ্দিন, বরিশাল বিভাগীয় যুবদল সহ-সাধারন সম্পাদক ও মহানগর যুবদল সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য আফরোজা খানম নাসরিন,বরিশাল মহানগর মহিলাদল সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি,সাধারন সম্পাদক পাপিয়া বেগম, মহানগর শ্রমিকদল আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান, মহানগর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মসিউর রহমান মঞ্জু সহ বিভিন্ন বিভিন্ন ওয়ার্ড অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে দলীয় কার্যলয় থেকে পদযাত্রা শুরু করে সদররোড হয়ে নগরীর ফজলুল হক এ্যাভিনিয়, লঞ্চঘাট, বান্দরোডস্থ মুক্তিযোদ্ধা পার্কের সম্মুখে সকল নেতৃবৃন্দকে সরকার পতনের ১ দফা আন্দোলনের জন্য সকলকে প্রস্তুত থাকার আহবান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে পদযাত্রা কর্মসূচি শেষ করে।