বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

ইসলামে সময়ের গুরুত্ব

মাহমুদুল হক হাসান
  • আপডেট সময় সোমবার, ২৯ মে, ২০২৩

মানবজাতির জন্য আল্লাহ প্রদত্ত নিয়ামতসমূহের মধ্যে অন্যতম একটি হচ্ছে সময়। মানব জীবনে সময়ের গুরুত্ব অপরিসীম। সময়ের গুরুত্ব বোঝাতে মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনের একাধিক স্থানে রাত-দিন বা দিন-রাতের কসম করেছেন। ‘শপথ রাতের যখন তা আচ্ছন্ন করে। শপথ দিনের যখন তা উদ্ভাসিত করে’ (সূরা লাইল : (১-২)। ‘শপথ ফজরের, শপথ ১০ রাতের’ (সূরা ফাজর : ১-২)।
ইসলামের সব কর্মপদ্ধতিতে সময়ের মূল্য লক্ষণীয়। পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে- ‘আল্লাহ তায়ালা মানুষকে তার কৃতকর্মের জন্য শাস্তি দিলে পৃথিবীর কোনো জীব-জন্তুকেই তা থেকে রেহাই দিতেন না কিন্তু তিনি নির্দিষ্টকাল পর্যন্ত তাদের অবকাশ দিয়ে থাকেন। তারপর তাদের সময় পূর্ণ হলে তারা জানতে পারবে আল্লাহ তায়ালা তার বান্দাদের প্রতি সম্যকদ্রষ্টা’ (সূরা ফাতির-৪৫)। জীবনে সফলতা ও নিজেদের লক্ষ্যপানে পৌঁছতে এবং পরকালে আল্লাহর প্রিয় বান্দা হতে সময়কে সঠিকভাবে কাজে লাগানোর বিকল্প নেই। লক্ষ্যহীন মানুষ সময় অপচয় করে। যাদের জীবনের লক্ষ্য আছে তারা সময়কে কাজে লাগায়। মানবজীবনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়। তাই সময়ের যথাযথ মূল্যায়ন করা। প্রতিটি মানুষের ওপর অপরিহার্য। যেমন আল্লাহ তায়ালা ইরশাদ করেন- ‘মহাকালের শপথ! মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত কিন্তু তারা নয় যারা বিশ্বাস করে ও সৎ কর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণে সহায়তা করে’ (সূরা আছর : ১-৩ )।
ইসলামে সময়ের গুরুত্ব অপরিসীম। সময় ও জীবন দু’টি মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে বান্দার জন্য এক বিশেষ নিয়ামত। সময়ের সমষ্টি জীবন বুদ্ধিমানের কাজ সময়কে কাজে লাগানো। রাসূল সা:-কে প্রশ্ন করা হলো হে আল্লাহর রাসূল সৌভাগ্যবান কারা? জবাবে তিনি বললেন, ‘সৌভাগ্যবান তো তারাই যারা দীর্ঘায়ু লাভ করেছে এবং তা নেক আমলের মাধ্যমে অতিবাহিত করেছে।’
সময় অপচয়ের ব্যাপারে ইসলাম কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। পবিত্র কুরআনে সময়ের অপচয় ও অনর্থক কাজে সময় ব্যয়ে নিরুৎসাহিত করা হয়েছে। সূরা মুমিনে ইরশাদ হয়েছে- ‘তারা কি ধারণা করে নিয়েছে তাদের অনর্থক সৃষ্টি করা হয়েছে, তাদেরকে আমার দিকে ফিরে আসতে হবে না?’ অন্যত্র আরো বলা হয়েছে- ‘যখনই অবসর পাও ইবাদতের কঠোর শ্রমে লেগে যাও এবং সে রবের প্রতি মনোযোগ দাও’ (সূরা ইনশিরাহ : ৭-৮)।
রাসূল সা: সময়কে কেমন মূল্য দিতেন তা তার ইবাদত ও আমল থেকে বোঝা যায়। ইসলামে সময়ের গুরুত্ব সবচেয়ে বেশি। প্রতিটি কাজের জন্যই রয়েছে নির্ধারিত সময়সীমা। ‘নিশ্চয়ই নামাজ মুসলমানদের জন্য একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ফরজ করা হয়েছে’ (সূরা নিসা-১০৩)। পৃথিবীতে যারা সময়কে যত বেশি মূল্যায়ন করেছেন তারা তত বড় হয়েছেন। যেমন হজরত দাউদ আ: রুটি খাওয়াকে সময়ের অপচয় ভেবে তিনি ছাতু খেতেন। কারণ জানতে চাইলে তিনি বলতেন, রুটির বদলে ছাতু খেলে ৫০টি আয়াত বেশি তিলাওয়াত করা যায়। পৃথিবীর কোনো শক্তিই সময় ও নদীর স্রোতকে রোধ করতে পারে না। সময়ও নদীর স্র্রোতের মতোই প্রবহমান। পৃথিবীতে যারা অহেতুক সময় নষ্ট করে তারা কাল হাশরে আফসোস করবে। যেমন ইরশাদ হচ্ছে- ‘(হে রাসূল) যদি তুমি দেখতে অপরাধীরা যখন তাদের প্রতিপালকের সামনে মাথা নত করে বলবে, হে আমাদের প্রতিপালক! আমরা দেখলাম ও শুনলাম এখন তুমি আমাদের পুনরায় পৃথিবীতে প্রেরণ করো আমরা সৎকাজ করব নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাসী’ (সূরা সাজদাহ-১২)। সময়ের অপচয় জীবনে ব্যর্থতা ডেকে আনে। রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘তোমরা পাঁচটি জিনিসকে তার বিপরীত পাঁচটি জিনিসের আগে মূল্যায়ন করবে ও সদ্ব্যবহার করবে। তোমার যৌবনকে বার্ধক্য আসার আগে; সুস্থতাকে অসুস্থতার আগে; সচ্ছলতাকে দারিদ্র্যতার আগে; অবসরকে ব্যস্ততার আগে ও জীবনকে মৃত্যুর আগে’ (বায়হাকি-১০২৪৮)।
পৃথিবীতে যারা সময়কে সঠিকভাবে কাজে লাগায় না তারাই দোষ-ত্রুটি ঢাকতে সময়কে দোষারোপ করে। অথচ রাসূল সা: বলেছেন, ‘তোমরা যুগকে গালি দিও না। কারণ আল্লাহ তায়ালা হচ্ছেন যুগস্রষ্টা।’ (সহিহ মুসলিম-১২৪৬)




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com