সবাই মিলে করি পন, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” ও গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেহ গড়ি” এই প্রতিপাদ্যের আলোকে ৫ই জুন/২৩ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গলাচিপা উপজেলা প্রশাসন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবস টি পালন করে। সকাল দশটায় উপজেলা প্রশাসন চত্বর থেকে শোভাযাত্রা বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা পরিষদ হল রুমে পরিবেশ বান্ধব উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলালে এর সভাপতিত্বে, সরকারি কর্মকর্তা, বন বিভাগ, কৃষি বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, এনজিও কর্মী ও গণমাধ্যম কর্মীদের নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসের মোঃ জহিরুন্নবী, প্রানী সম্পদ কর্মকর্তা সজল দাস, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুব হাসান শিবলী ও প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিলটন প্রমুখ। শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা কমপ্লেক্সে দীঘির পাড়ে শিক্ষার্থীদের দিয়ে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করে। এছাড়া তিনি সকল ক্ষেত্রে পলিথিন প্লাস্টিক পণ্য বর্জনের সাথে সাথে যার যার পরিবেশ, পতিত জায়গায় গাছ লাগিয়ে পৃথিবীর উষ্ণায়ন ও জীব বৈচিত্র কে বাঁচিয়ে পরিবেশ বাঁচান এবং প্রাণ বাঁচানোর স্বার্থে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ করার জোর আহ্বান জানান।