বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে উপহার হিসেবে আম পাঠিয়েছেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এইচ এম আবুল বাশার (শার্শা) যশোর
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

বেনাপোল স্থলবন্দর দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে জন্য হাজার ২ শত কেজি আম পাঠানো হয়েছে। ১২ জুন সোমবারবেলা ১২টার দিকে এ আম ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সিএন্ডএফ এজেন্ট মেসার্স রবি ইন্টারন্যাশনালের মালিক রবিউল ইসলাম রবি জানান। বেনাপোল বন্দরে রপ্তানিকারকের প্রতিনিধি রবিউল বলেন, “বন্দর ও কাস্টমসে আনুষ্ঠানিকতা শেষে ২৪০ কার্টনে ১২ শত কেজি আম উপহার হিসেবে পাঠানো হয় ভারতের পেট্রাপোল বন্দরে।” বন্দর কর্তৃপক্ষ জানায়, বেনাপোল ও পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি গেইটের শূন্য রেখায় খালাস প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় কলকাতা ডেপুটি হাইকমিশনে নিয়োজিত অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মকর্তা (একাউন্ট) কাউসার সারোয়ার আমগুলো গ্রহণ করে ভারতীয় প্রতিনিধির কাছে হস্তান্তর করেন। বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার তানভীর আহম্মেদ বলেন, ভারত সরকারকে প্রধানমন্ত্রীর উপহারের ১ হাজার ২ শত কেজি আম দেওয়া হয়েছে। সকালে উপহারের আমগুলো বেনাপোল বন্দরে এসে পৌঁছালে দ্রুত আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে পাঠানো হয়। আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস হাউজ কর্তৃপক্ষের ডেপুটি কমিশনার তানভীর আহম্মেদ, বেনাপোল উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সুব্রত কুমার চক্রবর্তী, ভারতের পেট্রাপোল কাস্টমস হাউজ কর্তৃপক্ষের সহকারী কমিশনার গিরিধারি সারেঙ্গি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com