বেনাপোল স্থলবন্দর দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে জন্য হাজার ২ শত কেজি আম পাঠানো হয়েছে। ১২ জুন সোমবারবেলা ১২টার দিকে এ আম ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সিএন্ডএফ এজেন্ট মেসার্স রবি ইন্টারন্যাশনালের মালিক রবিউল ইসলাম রবি জানান। বেনাপোল বন্দরে রপ্তানিকারকের প্রতিনিধি রবিউল বলেন, “বন্দর ও কাস্টমসে আনুষ্ঠানিকতা শেষে ২৪০ কার্টনে ১২ শত কেজি আম উপহার হিসেবে পাঠানো হয় ভারতের পেট্রাপোল বন্দরে।” বন্দর কর্তৃপক্ষ জানায়, বেনাপোল ও পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি গেইটের শূন্য রেখায় খালাস প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় কলকাতা ডেপুটি হাইকমিশনে নিয়োজিত অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মকর্তা (একাউন্ট) কাউসার সারোয়ার আমগুলো গ্রহণ করে ভারতীয় প্রতিনিধির কাছে হস্তান্তর করেন। বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার তানভীর আহম্মেদ বলেন, ভারত সরকারকে প্রধানমন্ত্রীর উপহারের ১ হাজার ২ শত কেজি আম দেওয়া হয়েছে। সকালে উপহারের আমগুলো বেনাপোল বন্দরে এসে পৌঁছালে দ্রুত আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে পাঠানো হয়। আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস হাউজ কর্তৃপক্ষের ডেপুটি কমিশনার তানভীর আহম্মেদ, বেনাপোল উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সুব্রত কুমার চক্রবর্তী, ভারতের পেট্রাপোল কাস্টমস হাউজ কর্তৃপক্ষের সহকারী কমিশনার গিরিধারি সারেঙ্গি।