বরিশাল বিসিসি নির্বাচনে জাতীয় পার্টির মনোনিত লাঙ্গল প্রতীকের প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেছেন, এই সরকারের অধিনে বিএনপি নির্বাচন বর্জন করায় আমি মনে করি তারা সঠিত সিদ্ধান্ত গ্রহন করেছে। সরকার ও নির্বাচন কমিশনার নির্বাচনে ডিজিটাল জনগণের সাথে নাটক মঞ্চায়ন করেছে। অন্যদিকে ফলাফল পর্দার পিছনে বসে করেছে। নির্বাচন কমিশনার জনগণের সাথে যে, প্রত্যারনা করেছে তা মেনে নিতে না পারার কারনে আমি সিইসির পদত্যাগ সহ এই প্রহসনের নির্বাচন প্রত্যাক্ষান করছি। মঙ্গলবার (১৩ইজুন) সকাল ১১ টায় নগরীর অক্সফোর্ড মিশনরোডস্থ লাঙ্গ প্রতীকের প্রধান নির্বাচনী কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথাগুলো বলেন। এসময় তিনি ১২ই জুনে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রশাসন, কেন্দ্র কেন্দ্র রিটানিং অফিসার সহ প্রিজাইডিং অফিসাররা আমার এজেন্ডদের নির্ধারিত সময়ে কেন্দ্রে প্রবেশের সময় বিভিন্ন তালবাহানা ও কালক্ষেপন করেছে আমার নির্বাচনে ক্ষতিগ্রস্থ করেছে। আমি এসংক্রান্ত অভিযোগ করে শুরু থেকে করে নির্বাচন দিন পর্যন্ত করে কোন প্রতিকার পাই নাই। এসময় তিনি নির্বাচনে অংশ্র গ্রহন করা ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীর উপর যে ন্যাকারজনক হামলা করেছে আমি তার প্রতি নিন্দা জানিয়ে দ্রুত সুষ্ঠ বিচারের দাবী জানাই। সংবাদ সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন, লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপসের প্রধান নির্বাচন পরিচালনাকারী শিক্ষক নেতা অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল। জেলা জাতীয় পার্টি সদস্য সচিব এ্যাড, এম.এ জলিল, মহানগর জাতীয় পার্টি নেতা আকতার হোনেস শপ্রু সহ বিভিন্ন প্রর্যায়ের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন পরিচালনাকারী জাতীয় পার্টি মহানগর শিক্ষক আহবায়ক ও শিক্ষক নেতা অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল বলেন, জাতীয় পার্টি আগামী নির্বাচন উপলক্ষে আমাদের চেয়ারম্যান যে,কথা বলেছে সরকার তার উপর ভরসা করতে না পেরে সরকার আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনকে সামনে রেখে জাতীয় নির্বাচনে অংশ গ্রহন করার চিন্তা করে আওয়ামী লীগ তাদেরকে সেকেন্ড পজিশনে রাখার পরিকল্পনাই এই নির্বাচন সম্পূর্ন করেছে। এরপরও ইসলামী আন্দোলন এই নির্বাচন বর্জন করেছে।এমনকি রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে প্রার্থীতা নির্বাচন থেকে প্রত্যাহার করে নিয়েছে। হাবুল আরো বলেন আওয়ামী লীগ এই সামনের নির্বাচনকে কেন্দ্র করে আম-ছালা সব খুইয়েছে। তাই আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ট নিরপক্ষ তত্ববধায়ক সরকারের অধিনে অনুষ্ঠিত হতে হবে।