বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

মৌলভীবাজারে ‘অত্যাবশ্যকীয় পরিষেবা বিল’ প্রত্যাহারের দাবিতে স্কপে’র স্মারকলিপি প্রদান

শ. ই. সরকার জবলু মৌলভীবাজার :
  • আপডেট সময় বুধবার, ১৪ জুন, ২০২৩

মৌলভীবাজারে ‘অত্যাবশ্যকীয় পরিষেবা বিল’ প্রত্যাহারের দাবিতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপে) এর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত ৬ জুন জাতীয় সংসদে উত্থাপিত ‘অত্যাবশ্যকীয় পরিষেবা বিল-২০২৩’ প্রত্যাহারের দাবিতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর উদ্যোগে দেশব্যাপী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচির অংশ হিসেবে ১৩ জুন দুপুরে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা শাখার নেতা ও কেন্দ্রীয় সদস্য আবুল হাসান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান এর নিকট এ স্মারকলিপি প্রদান করেন। এসময় মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সুহেল আহমেদ সুবেল উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয় এই বিল ট্রেড ইউনিয়নের গণতান্ত্রিক কর্ম পরিচালনার সাথে অসঙ্গতিপূর্ণ এবং এই ভূখন্ডের শ্রমিকদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল কেড়ে নেওয়ার সামিল। এই বিল আইনে পরিণত হলে তা হবে আইএলও কনভেশননের স্বীকৃত ধর্মঘটের মৌলিক অধিকার এবং আন্তর্জাতিক সুপারিশের পরিপন্থি। শুধু তাই নয় প্রচলিত শ্রমআইনের সাথেও এ্ই বিল সঙ্গতিপূর্ণ নয়। কারণ শ্রমআইনে ২০৯ ধারা শিল্প বিরোধ উত্থাপন, ২১০ ধারায় শিল্প বিরোধ নিষ্পত্তির বিধান আছে এবং বিরোধ নিষ্পত্তির সকল পথ বন্ধ হয়ে গেলে ২১১ ধারায় ধর্মঘট পালনের বিধান ও পদ্ধতি উল্লেখ আছে। আবার বেআইনী ধর্মঘট আহবানের কারণে শ্রমআইনেই সুষ্পষ্ট বিধান আছে। তা সত্ত্বেও অত্যাবশকীয় পরিষেবার নামে শ্রমিকের ধর্মঘট করার আইন স্বীকৃত ও গণতান্ত্রিক অধিকার হরণ করার লক্ষ্যে এই বিল সামনে আনা হয়েছে। স্মারকলিপিতে শ্রমিকদের ধর্মঘট পালনের শ্রমআইন স্বীকৃত অধিকার অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যতের গণতান্ত্রিক শ্রম পরিস্থিতি বজায় রাখতে এই বিল প্রত্যাহারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানানো হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com