সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির ৮৬তম সভা অনুষ্ঠিত মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী তারেক রহমানের নির্দেশনার আলোকে : চাঁদাবাজি ও সন্ত্রাস মুক্ত দেশ গড়ার প্রত্যয় ঘোষণা  ভারতের মদদে হাসিনা সব করছে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক কনস্টেবল সুজনের এক দিনের রিমান্ড সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফের ইন্তেকাল কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না: সিইসি বিমানে চড়ে বরিশাল বিপিএল ট্রফি অ্যান্ড্রয়েডে নতুন এআই ট্যাব যুক্ত করছে হোয়াটসঅ্যাপ

রংপুরের দর্শক মাতালো বাঙলা মূকাভিনয় উৎসব

নুর হাসান চান রংপুর :
  • আপডেট সময় সোমবার, ১৯ জুন, ২০২৩

সাংস্কৃতিক ধারাবাহিকতায় দেশের হাজার বছরের ঐতিহ্য ধারণ করে মূকাভিনয়ের রূপ-রীতি ছড়িয়ে দেয়ার প্রয়াসে রংপুরে হয়ে গেলো মূকাভিনয় উৎসব। একদিনের এ উৎসবে দর্শক মাতিয়েছেন অংশগ্রহণকারী মূকাভিনয়শিল্পীরা। রোববার (১৮ জুন) সন্ধ্যায় রংপুর টাউন হল মঞ্চে মূকাভিনয়শিল্পী মাহবুব আলমের ‘শব্দজট’ পরিবেশনার মধ্যদিয়ে উৎসবের উদ্বোধনী আয়োজন শুরু হয়। বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র আয়োজিত রংপুর বিভাগ বাঙলা মূকাভিনয় উৎসব-২০২৩ এর আলোচনা অনুষ্ঠানে অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা শাখার সভাপতি নাট্যজন বিপ্লব প্রসাদ, জোটের সাধারণ সম্পাদক গণসঙ্গীতশিল্পী মাজেদুর রহমান ঝন্টু, জাতীয় কবিতা পরিষদের রংপুর জেলা শাখার সভাপতি কবি মনজিল মুরাদ লাভলু, রংপুর পদাতিকের সভাপতি নাট্যজন বিজয় প্রসাদ তপু। সভাপতিত্ব করেন মাইম আইকন কাজী মশহুরুল হুদা। স্বাগত বক্তব্য দেন বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের সম্পাদক ও পরিচালক রিজোয়ান রাজন। এসময় অতিথিরা বিভাগীয় পর্যায়ে মূকাভিনয় উৎসব আয়োজন করায় সংগঠকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতেও এর ধারাবাহিকত ধরে রাখার আহ্বান জানান। আলোচনা শেষে রংপুরের মুক্তবিহঙ্গ মূকাভিনয় সংগঠনের প্রধান রবিউল আলম রবিকে ‘বাঙলা মূকাভিনয় সংগঠক সম্মাননা’ স্মরক প্রদান করা হয়। এছাড়াও ১৭ ও ১৮ জুন অনুষ্ঠিত দুদিনের বাঙলা মূকাভিনয় কর্মশালা অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের উৎসব মঞ্চে সনদ প্রদান করা হয়। উৎসবে প্যান্টোমাইম মুভমেন্ট পরিবেশন করে ‘নদী, মাছ ও একজন হরিশঙ্কর’। রংপুর পদাতিকের পরিবেশনায় ছিল ‘তোতা কাহিনী’ ও মুক্তবিহঙ্গের ‘ভাষণে অনুপ্রেরণা’। এছাড়া নন্দন মূকাভিনয় ও অভিনয় স্কুলের পরিবেশনায় ছিল ‘ছায়া মানব’ মূকাভিনয়। মিরর মাইম থিয়েটারের ‘একটি ঘুড়ির আকাশ’ এবং রংপুর পদাতিক ও মুক্তবিহঙ্গের যৌথ প্রযোজনায় ‘দুখীর ঈদ আনন্দ’ পরিবেশনা উপভোগ করেন দর্শকরা। দীর্ঘদিন পর মূকাভিনয় উৎসবে মূকাভিনয়শিল্পীদের পরিবেশনায় উচ্ছাস দেখা যায় দর্শক সারিতে থাকা সংস্কৃতিনুরাগী বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে। কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী খাইরুল ইসলাম খোকন বলেন, অনেকদিন পর এমন উৎসব উপভোগ করলাম। সংলাপ ছাড়া শারীরিক অঙ্গভঙ্গিতে যেভাবে ভাষা প্রকাশ করা হয়েছে, তা সত্যি ভালো লাগার মতো। মূকাভিনয় তো সংস্কৃতির অংশ। আমি কলেজে পড়াশুনার সময় কাকাশিসকে দেখেছি মূকাভিনয় পরিবেশনায় অংশ নিতে। সুরভি আক্তার নামে এক দর্শক বলেন, মূকাভিনয় আমার ভালো লাগে, আমি খুব এনজয় করি। উৎসবে অংশ নেওয়া মূকাভিনয়শিল্পীরা সবাই অনেক ভালো করেছেন। এধরণের উৎসব নিয়মিত হওয়া প্রয়োজন। তাহলে তরুণরা এটা শিখতে ও দেখতে আগ্রহী হবে এবং মূকাভিনয়ের চর্চাটাও বাড়ছে। বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের পরিচালক রিজোয়ান রাজন জানান, দেশে মূকাভিনয় নতুন করে সাড়া ফেলছে। সঙ্গে চর্চার পরিবেশও সৃষ্টি হয়েছে। সকলের সহযোগিতা পেলে আগামীতে এ ধরণের আয়োজন আরো ব্যাপকতা পাবে। রংপুরে এই উৎসব ও কর্মশালা আয়োজনে মুক্তবিহঙ্গ ও রংপুর পদাতিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। পাশাপাশি সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা সার্বিক সহযোগিতা করেছে। তিনি আরও জানান, রংপুরে বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের এটি ছিল দ্বিতীয় উৎসব। প্রথম উৎসব হয়েছে চট্টগ্রামে। বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র গত বছর ঢাকায় প্রতিষ্ঠার পর থেকে দেশের মূকাভিনয়ের নিজস্বতা নিয়ে কাজ করে যাচ্ছে। দেশের সাংস্কৃতিক ধারাবাহিকতায় হাজার বছরের ঐতিহ্য ধারণ করে মূকাভিনয়ের রূপ-রীতি নির্মাণের গুরু দায়িত্ব পালন করছে এই কেন্দ্রটি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com