মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশকে পরিবেশের দিক দিয়ে পরিপূর্ণ ভাবে সয়ংসম্পূর্ণ করতে সারা দেশের ন্যায় চলমান বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গতকাল বিকালে গ্রামীণ ব্যাংক রায়পুরা এরিয়া অফিসের আয়োজনে চারটি(৪) শাখার মধ্যে রায়পুরা ব্রাঞ্চ, লোচনপুর-রায়পুরা ব্রাঞ্চ, পলাশতলী-রায়পুরা ব্রাঞ্চ, শিবপুর যোশর এরিয়ায় ঋণ গ্রহীতা সদস্যদের মাঝে ১ লাখ ৩৬ হাজার ফলদ, বনজ, ঔষধি সহ বিভিন্ন ধরনের গাছের চারা বিতরন করা হবে। এরই ধারাবাহিকতায় সকল ব্রাঞ্চে সুষম বন্টন করে বিতরণ কার্যক্রম চলছে।এসময় উপস্থিত থেকে গ্রামীণ ব্যাংক রায়পুরা অঞ্চলের এরিয়া ম্যানেজার আফরোজা খাতুন, সদ্য যোগদানকারী এরিয়া ম্যানেজার উজ্জ্বল কুমার পাল, রায়পুরা শাখার ব্যবস্থাপক এম শফিকুল ইসলাম, সেকেন্ড অফিসার মোঃ রাসেল মিয়া, পলাশতলী ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক ঝুটন দাস, জোন প্রতিনিধি ইসমাইল হোসেন, শিবপুর যোশর শাখার ব্যবস্থাপক আশরাফ আলী, সেকেন্ড অফিসার মোঃ মতিউর রহমান সহ সকল অফিসারদের উপস্থিততে সদস?্যদের হাতে এ সকল গাছের চারা তুলে দেন। এরিয়া ম্যানেজার আফরোজা খাতুন এসময় সাংবাদিকদের বলেন- বর্ষা মৌসুম এখনই চারা লাগানোর উপযুক্ত সময়। তাই আমাদের এ বিতরন কার্যক্রম আগামী সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।