মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
জাতীয় গ্রিডে যুক্ত হলো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রধান উপদেষ্টাকে সংস্কার বিষয়ে অগ্রগতি জানালেন কমিশনপ্রধানেরা বৃটেনে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন আপসানা হত্যা-গণহত্যাসহ গুমের অভিযোগে ট্রাইব্যুনালে ৮০টিরও বেশি অভিযোগ ৪ মহানগর ও ৬ জেলায় কমিটি অনুমোদন বিএনপির মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল জানা যাবে কখন? বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের নিপীড়িত ও নির্যাতিত জনগণের পাশে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে উত্তপ্ত হয়ে উঠছে ভারতীয় রাজনীতি তারাই তো নিজেরাই নিজেদের নিষিদ্ধ করে দেশ ছেড়ে পালিয়ে গেছে: গয়েশ্বর পাকিস্তানের ছোট লক্ষ্যেও হামাগুড়ি দিয়ে জয় অস্ট্রেলিয়ার

নায়ক শাকিবের প্রশংসায় পঞ্চমুখ গায়ক আসিফ

বিনোদন:
  • আপডেট সময় রবিবার, ২৫ জুন, ২০২৩

প্রশংসায় ভাসছেন ঢাকাই সিনেমার সুপার স্টার শাকিব খান। আসছে ঈদে মুক্তির মিছিলে রয়েছে তার অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। হিমেল আশরাফ পরিচালিত সিনেমায় প্রবীণ একটি চরিত্রেও দেখা যাবে তাকে। যার লুক এরই মধ্যে প্রকাশ করা হয়েছে। তার নতুন এই চেহারা দেখে মুগ্ধ তার ভক্ত-দর্শক। পাশাপাশি এই লুক নিয়ে প্রশংসা করতে দেখা গেছে অনেক তারকাদেরকেও। এবার জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ তার ফেসবুকে কিং খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে লিখেছেন, আমার সবসময় মনে হয়েছে বাংলা মুভির কিং শাকিব খানকে সঠিকভাবে ব্যবহার করা যায়নি। তিনিও নিজের প্রতি যতœশীল ছিলেন না। আপকামিং প্রিয়তমা মুভির পরিচালক হিমেল আশরাফ অভিনেতা শাকিব খানের কাছ থেকে যথেষ্ট পরিমাণ নির্যাস নিয়ে নিয়েছেন, সেটা বোঝাই যাচ্ছে। প্রকাশিত ছবিগুলোর প্রত্যেকটা লুক ছিল অসাধারাণ।
তিনি আরও লিখেছেন, একজন অভিনেতা শাকিব খানের শূন্যতা আসলেই অনুভূত হয়েছে সবসময়। একই অ্যারেনায় কাজ করার সুবাদে বাংলা সিনেমার এই সুপারস্টারের খোঁজখবর রাখি। প্রিয়তমা পরবর্তী প্রতিটি সিনেমার স্ক্রিপ্ট তিনি খুব যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিচ্ছেন। এটা শুধু শাকিব খান নয়, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুব ইতিবাচক সুফল বয়ে আনবে। প্রায় ধ্বংস হয়ে যাওয়া সিনেমা হলগুলো নতুনভাবে প্রাণ ফিরে পাবে। টিম ‘প্রিয়তমা’র জন্য শুভকামনা রইলো। ভালোবাসা অবিরাম।
‘প্রিয়তমা’ সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। এরই মধ্যে শেষ হয়েছে সিনেমাটির শুটিং। সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের আগ্রহের তুঙ্গে রয়েছে সিনেমাটি। আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত রোমান্টিক অ্যাকশন ঘরানার এ সিনেমার কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য, সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটিতে শাকিব ছাড়া আরও অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল, কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ অনেক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com