মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন

কেশবপুরে কোমরপোল গ্রামে এক দরিদ্র কৃষককে বসতভিটা থেকে উচ্ছেদের ষড়যন্ত্রের অভিযোগ

কেশবপুর (যশোর) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৬ জুন, ২০২৩

কেশবপুর উপজেলার কোমরপোল গ্রামে এক দরিদ্র কৃষককে বসতভিটা থেকে উচ্ছেদের ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসি সূত্রে জানাগেছে, উপজেলার কোমরপোল গ্রামের মৃত আব্দুল বিশ^াসের পূত্র শেহের আলী বিশ^াস ১৯৭৮ সালে কোমরপোল গ্রামের ৬ নং মৌজায় ৩৯৪ নং খতিয়ানের ১৬০৯ নং দাগের ৩ শতক জমিতে একটি মাটির তৈরী কুড়ে ঘর নির্মাণ করে বসবাস করে আসছিল। প্রায় ২৮ বছর পূর্বে শেহের আলী বিশ^াস তার কুড়ে ঘরটি মৃত রজব আলী বিশ^াসের পূত্র তার আপন ভাইপো দরিদ্র কৃষক আকবর আলী বিশ^াসকে প্রদান করে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খর্নিয়ায় সেটেল্ড হন। তখন থেকে আকবর আলী বিশ^াস তার পরিবার পরিজনকে নিয়ে মাটির তৈরী ঐ কুড়ে ঘরে বসবাস করে আসছে। কিন্তু বর্তমানে ঐ কুড়ে ঘরটি বসবাসের অনুপোযোগি হয়ে পড়েছে। যে কারণে আকবর আলী বিশ^াস ধার-দেনা করে সম্প্রতি ইটের তৈরী পাঁকা ঘর নির্মাণের কাজ শুরু করলে বেলায়েত আলী বিশ^াসের পূত্র তার চাচাতো ভাই মুকুল বিশ^াসের নেতৃত্বে দখলবাজরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পাঁকা ঘর নির্মাণের কাজ বন্ধ করে দেয়। শুধু তাই নয় দখলবাজরা আকবর আলী বিশ^াসকে তার বসত ভিটা থেকে উচ্ছেদ করে দিবে বলে হুমকী প্রদান করে। বর্তমানে আকবর আলী বিশ^াস আতংকের মধ্য দিয়ে ঐ কুড়ে ঘরে বসবাস করছে। দখলবাজরা আকবর আলী বিশ^াসের বাড়ির চারপাশে মোহড়া দিচ্ছে বলে জানাগেছে। এব্যাপারে দরিদ্র কৃষক আকবর আলী বিশ^াস প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com