বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন

অ্যাকশন দৃশ্যের জন্য নিজেকে প্রস্তুত করতে হয়েছিল: শিরীন শিলা

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৮ জুন, ২০২৩

ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা বাড়ে শিরীন শিলার। ২০১৪ সালে রুপালি জগতে পা রাখেন তিনি। বর্তমানে শিরীন শিলা তার আসন্ন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি এ অভিনেত্রী চারটি সিনেমায় অভিনয় করছেন। এরই মধ্যে তিনটির বেশকিছু অংশের শুটিং শেষ হয়েছে।
নতুন খবর হলো, এ ঈদে মুক্তি পেতে যাচ্ছে শিরীন শিলার ‘জিম্মী’। তিনি মনতাজুর রহমান আকবর পরিচালিত জিম্মী সিনেমার কাজ শুরু করেছিলেন ২০২১ সালের শেষপ্রান্তে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এরই মধ্যে শিরীন শিলা ও ডিপজল অভিনীত জিম্মী সিনেমার ট্রেলারও প্রকাশ হয়েছে। সিনেমাটিতে অভিনয় করা প্রসঙ্গে শিরীন শিলা বলেন, ‘শ্রদ্ধেয় মনতাজুর রহমান আকবর স্যারের পরিচালনায় জিম্মী সিনেমায় অভিনয় করা আমার জন্য এক অনন্য অভিজ্ঞতা। কারণ এ সিনেমায় আমি অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছি। অ্যাকশন দৃশ্যের জন্য নিজেকে প্রস্তুত করতে হয়েছিল। ডিপজল ভাইও আমাকে এ সিনেমায় অভিনয় করা এমনকি অ্যাকশন দৃশ্যেও অভিনয়ের ক্ষেত্রে ভীষণ সহযোগিতা করেছিলেন। সব মিলিয়ে জিম্মীতে অভিনয় করা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা ছিল। এরই মধ্যে ট্রেলার প্রকাশ হওয়ায় অনেকেই বেশ প্রশংসা করছেন। আমিও অনুপ্রাণিত হচ্ছি। সিনেমাটিতে দর্শক নতুন এক আমাকে দেখবেন।’ এরই মধ্যে শিরীন শিলা মেহেদীর পরিচালনায় ‘শেষ বাজি’ সিনেমার কাজ শুরু করেছেন। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙ্গা সংসার’, সাদেক সিদ্দিকীর ‘ডাইরেক্ট অ্যাটাক’, মেহেদীর ‘নদীর জলে শাপলা ভাসে’ ও চন্দন চৌধুরীর ‘২৪.৩-এর রাত’ সিনেমাগুলো। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল মির্জা সাখাওয়াতের ‘বীরাঙ্গনা ৭১’।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com