শেরপুর জেলার ঝিনাইগাতীতে জাতীয় সংসদের সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার একে এম ফজলুল হক, আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। ঈদুল আযহার দ্বিতীয় দিনে ২/৭/২৩ শনিবার বিকাল ৪ ঘটিকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত শুভেচ্ছা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুবলীগের দুই যুগের সফল সভাপতি পরিচ্ছন্ন রাজনীতির প্রতিকৃত সাদা মনের অধিকারী জনাব আবুল কালাম আজাদ, উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন, মিষ্টি ভাষি প্রিয় নেতা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, শুভেচ্ছা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন একে এম ফজলুল হক, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রী বিশ্ব জিৎ রায়, শ্রীবরদী উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছালে আহাম্মদ গৌরিপুর আওয়ামীলীগের সেক্রেটারি আঃ ছালাম আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক আলহাজ্ব একে এম বেলায়েত হোসেন, মহীলা আওয়ামীলীগের সভাপতি আইশা সিদ্দিকা রুপালী কাংশা ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান, ধানশাইল ইউনিয়ন সভাপতি মাসুদ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। এ সময় এম পি মহোদয় বলেন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে , এই ধারাকে ধরে রাখতে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে, তার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সরকারের উন্নয়নকে জনসাধারনের কাছে তুলে ধরতে হবে।