বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

মাধবদীতে ছুটি শেষ হলেও ঈদের আমেজ কাটেনি ভ্রমণ পিপাসুদের প্রচন্ড ভীড়

আল আমিন (মাধবদী) নরসিংদী :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

ঈদুল আযহার পর এক সপ্তাহ কেটে গেলেও ঈদ উৎসবের আমেজ কাটেনি এখনো নরসিংদী সদর উপজেলার শিল্পাঞ্চল মাধবদীতে। গতকাল মঙ্গলবার পুরো মাধবদীতে কল-কারখানার কর্কশ শব্দ না থাকলেও আশপাশের ফেরিঘাট, বাসষ্ট্যান্ড, মেঘনা নদীর বেড়িবাঁধ, নাগরিয়া কান্দি ব্রিজ, ড্রিমহলিডে পার্ক, হেরিটেজ রিসোর্ট এলাকায় ছিলো ভ্রমণ পিপাসুদের লক্ষ্যনীয় ভীড়। কিশোর কিশোরী সহ সব বয়সের মানুষের পদযাত্রায় মুখরিত ছিল এসব এলাকা। মাধবদীর পাশে অবস্থিত দেশের একটি অন্যতম নান্দনিক পার্ক পাঁচদোনার ড্রিম হলিডে পার্কে ছিলো দর্শনার্থীদের উপচেপড়া ঢল। ঈদের দিন থেকে ভারী বর্ষনের পর গতকাল আবহাওয়া অনুকূলে থাকায় মাধবদীর খুব কাছের মেঘনা নদীতে নৌযানে করে ভ্রমণের স্থান গুলোতে ইঞ্জিন চালিত নৌকা এবং স্পীড বোর্ড দিয়ে বেড়ানোর জন্য মেঘনা ঘাট ও বিশনন্দী ফেরী ঘাটেও দেখা গেছে প্রচন্ড ভীড়। এদিকে সম্প্রতি নরসিংদী জেলা শহরের সাথে চর এলাকার জনসাধারণের যোগাযোগের সুবিধার্থে নাগরিয়াকান্দি এলাকায় শেখ হাসিনা সেতু নামে একটি ব্রিজ নির্মাণ করেন সরকার প্রধান সেতুটির পাশে গড়ে তোলা হয় উন্মুক্ত শিশু পার্ক এখানে রয়েছে অসংখ্য রাইডস যা বিনোদনের জন্য ও শিশুদের খেলার জন্য অসংখ্য অভিভাবক আসছেন তাদের সন্তানদের নিয়ে। মাধবদীতে সরকারী অফিস ব্যাংক বীমা খুললেও কর্মকর্তা/কর্মচারী এবং গ্রাহকের উপস্থিতি ছিল খুবই নগন্য। এ দৃশ্য যেন মাধবদীর পঞ্চাশ বছরের পেছনে ফেলে আসা সেই চির চেনা চিত্র। কিছু কিছু বেসরকারী প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান গুলো খুললেও শিল্পাঞ্চলের শ্রমিক ও অন্যান্য জেলার যারা এখানে কর্মরত রয়েছে তারা এবার ঈদের ছুটিতে গিয়ে এখনো কর্মস্থলে না ফেরায় মাধবদীতে চলছে যানজট বিহীন কোলাহল মুক্ত নীরবতা। ধারনা করা হচ্ছে এ অবস্থা চলবে আরো এক সাপ্তাহ। তবে এবার ঈদের ছুটিতে কয়েকটি স্থানে ছিনতাই ও মাদকের ছড়াছড়ি ছিল উদ্ধেগ জনক। আর এসব ব্যাপারে পুলিশের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্থানীয় জনগনের মনে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com