মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের খোশবাস গ্রামের ব্রিজের সামনে কয়েকদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগের শিকার হয়েছিলেন এলাকাবাসি। অবশেষে মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে জলাবদ্ধতা নিরসন হয়েছে। এলাকাবাসি জানান, অল্প বৃষ্টি হলেই খোশবাস এলাকার একটি ব্রিজের সামনে প্রচুর পানি জমে থাকে। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার কারণে ওই গ্রামের রাস্তাঘাট এবং বসতবাড়িতে হাঁটু সমান পানি থাকে। দীর্ঘদিন ধরে পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় গ্রামের মানুষেরা চরম দুর্ভোগে পড়েন। চলমান দুর্ভোগ এবং এর প্রতিকার চেয়ে স্থানীয় মানুষেরা কয়েক দিন ধরে সোস্যাল মিডিয়া তথা ফেসবুকে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে। এসব পোস্ট দৃষ্টিগোচর হয় স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের। এরই প্রেক্ষিতে এলাকাবাসির দুর্ভোগ নিরসনে দুপুরে সরেজমিন এলাকায় আসেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায় ও উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, ৬ নং আশিদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রাসাদ বর্ধন (জহর)। এসময় উপজেলা চেয়ারম্যান, ইউএনও, ওসি এবং সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান এলাকাবাসির সাথে আলোচনা করে পানি নিষ্কাশনের জন্য ড্রেনের দু’পাশ আরো সম্প্রসারণ করে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা গ্রহণ করেন। প্রশাসের কার্যকরি উদ্যোগে তাৎক্ষণিক আটকে থাকা পানি নিষ্কাশন হয়ে বসতবাড়ির দুর্ভোগ দূর হয় এবং রাস্তা চলাচলের উপযোগী হয়। এসময় চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায় এলাকাবাসিদের বলেন আপনাদের সবধরণের সমস্যা দূর করতে সরকার বদ্দপরিকর। স্থায়ীভাবে জলাবদ্ধতা দূর করতে ও রাস্তার দুর্ভোগ নিরসনে তিনি এগিয়ে আসবেন বলেও জানান। উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, আপনাদের সেবার জন্য প্রশাসনের কর্মকর্তারা সবসময় প্রস্তুত। শুধু অফিসে বসে নয় মানুষের দুয়ারে দুয়ারে সরকার সেবা পৌছাতে চায়। তাই আমরা জনদুর্ভোগ দূর করতে সর্বদা তৎপর। তিনি ভুক্তভোগি এলাকাবাসিদের বলেন আপনাদের জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে মুক্তি দিতে সরকারিভাবে আরও উদ্যোগ নেয়া হবে। সকল দুর্ভোগ দূর করতে প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠাবো এবং প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে এলাকাবাসির পাশেই থাকবো। উপজেলা প্রশাসনের দ্রুত এমন উদ্যোগে এলাকাবাসিরা খুশি হয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।