নীলফামারীতে ফেসবুক লাইফে এসে ইসলাম ধর্ম বিদ্বেষী বক্তব্য দিয়ে গা ঢাকা দেয় সদর উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ জালিয়াপাড়ার এক যুবক। ‘ফেসবুক লাইভে এসে যুবকের ইসলাম ধর্ম বিদ্বেষী বক্তব্য’এই শিরোনামে দৈনিক খবরপত্রে ৩ জুলাই একটি সংবাদ প্রকাশ হলে বুধবার (৫ জুলাই) নীলফামারী থানা পুলিশের অভিযানে আটক করা হয় অভিযুক্ত সেই যুবক কে। ফেসবুক ব্যবহারকারীরা জানান, শুক্রবার বিকেল ৪টা ১৭ মিনিটে নিজের ফেসবুক আইডি থেকে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ জালিয়াপাড়া গ্রামের রফিকুল ইসলামের পুত্র মুন্না ইসলাম(২২) ইসলাম ধর্ম নিয়ে কুরুচি পূর্ণ বক্তব্য দেয়। বিষয়টি যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ক্ষোভের সৃষ্ঠি হয়। রামগঞ্জ বাজারের হোটেল মালিক রফিকুল ইসলামের ছেলে ওই হোটেলের ম্যানেজার মুন্না ইসলাম। গ্রামবাসীর ধারণা বিভিন্ন খ্রিস্টানদের আর্থিক সংগঠনের প্রলোভনে পরে সে খ্রিস্টান ধর্ম পালন করতে চায়। এজন্য ইসলাম ধর্ম নিয়ে কুরুচি পূর্ণ বক্তব্য দেয়। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, এ ঘটনার একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বুধবার দুপুর দেড় টায় তার নিজ এলাকা রামগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।