গুগল ছাড়া এক মুহূর্তও কাটানো সম্ভব না। যখন যা কিছু জানতে চান এক ক্লিকেই সবকিছু হাজির ফোনের স্ত্রিনে। গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ এখন পুরোবিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। বিশ্বের কোনো শহর কিংবা রাস্তা এখন আর অচেনা নয়।
সঙ্গে স্মার্টফোন ও গুগল ম্যাপ থাকলেই কোনো রাস্তায় হারিয়ে যাবেন না। এমনকি যে কোনো দেশে গিয়ে সেখানকার কোন রাস্তার কত টোল তা খুব সহজেই জানা যাবে গুগল ম্যাপে। এমনকি রাস্তার টোল ট্যাক্স থেকেও বাঁচতে পারবেন গুগল ম্যাপের সাহায্যে।
যারা দেশে ঘন ঘন হাইওয়েতে ভ্রমণ করেন, তাদের বিভিন্ন জায়গার অবশ্যই টোল ট্যাক্স দিতে হয়। বিভিন্ন রুটে আলাদাভাবে টোল ফি নেওয়া হয়। এই ক্ষেত্রে গুগল ম্যাপ তাদের জন্য সেরা ভ্রমণ সঙ্গী। কারণ গুগল ম্যাপে একটি ফিচার বিগত বছর টোলের জন্যও উপলব্ধ করা হয়। যাতে যে কোনো গন্তব্যের টোল আগে থেকেই জানা যায়। এতে সেই রুটও দেখা যায়, যাতে ইউজাররা অর্থ সঞ্চয় করতে পারেন। এই ফিচারটি দেশের বাইরে গেলেও কাজে লাগাতে পারবেন।
গুগল ম্যাপের মাধ্যমে প্রথমে টোল মূল্য চেক করতে ব্যবহারকারীদের অ্যাপটির আপডেট এবং সর্বশেষ সংস্করণ খুলতে হবে। এরপর বর্তমান অবস্থান ও গন্তব্য নির্ধারণ করতে হবে। গন্তব্য সেট করার পরে ব্যবহারকারীরা নিচের একটি ট্যাবে টোলের আনুমানিক খরচ দেখতে পাবেন। এরপরে কেউ যদি চান, তাহলে সেখানে নিজেদের যাত্রা শুরু করতে পারেন।
কেউ যদি টোলের টাকা বাঁচাতে চান, তাহলে সেটিংস থেকে রুট অপশনে যেতে হবে। এখানে তাকে ‘আভয়েট টোল রোডস’এর বক্সটি চেক করতে হবে, তারপর ডান করতে হবে। এরপর আপনাকে টোল ছাড়াই রুট ম্যাপ দেখানো হবে। সূত্র: ইকোনোমিক টাইমস