তামিম ইকবাল খানের বিদায় যেন সহসাই মেনে নিতে পারছে না সমর্থকরা। পারছে না সতীর্থ থেকে শুরু করে প্রতিপক্ষও। আবেগঘন সব বার্তায় বিষন্নতায় ছেঁয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম। ভিন্ন ছিলেন সাকিব আল হাসান, নিরব ছিলেন তিনি। তবে অবশেষে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন ‘বন্ধুর’ প্রতি, জানালেন আগামীর জন্য শুভকামনা। গত বৃহস্পতিবার (৬ জুলাই) আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন তামিম ইকবাল। তারপর থেকেই তাকে স্মরণ করতে শুরু করে সাবেক ও বর্তমান সতীর্থ তো বটেই, প্রতিপক্ষরাও। শ্রীলঙ্কা থেকে লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ডেভিস ম্যাথিউস কথা বলেছেন বিষয়টা নিয়ে। তবে চুপ ছিলেন তামিমের সবচেয়ে পুরনো বন্ধু ও সতীর্থ সাকিব আল হাসান।
সবাই বিবৃতি দিলেও, দিন পেরিয়ে গেলেও মুখ খুলেননি সাকিব, কোনো বার্তা দেননি বন্ধু তামিমের জন্য। অবশেষে প্রায় ২০ ঘণ্টা পর নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে বন্ধুকে স্মরণ করলেন সাকিব। করলেন কৃতজ্ঞতা জ্ঞাপন আর বললেন, আগামীর জন্য শুভকামনা। তামিমকে বুকে জড়ানো একটি ছবি আপলোড করেন সাকিব। তার ক্যাপশনে লেখেন, ‘২০০৩ সাল থেকে জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৫ স্তরে আমাদের একসাথে প্রথম পথ চলা এবং আমরা গত ২০ বছর ধরে আমাদের স্বপ্ন ও লক্ষ্যগুলো একসাথে ভাগ করে একটি দৃঢ় বন্ধন এবং বন্ধুত্ব গড়ে তুলেছি। আমরা বাংলাদেশের ক্রিকেটকে পরের স্তরে নিয়ে যাওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি এবং তোমার আবেগ ও আগ্রাসন আরো অনেককে অনুপ্রাণিত করতে সহায়তা করেছে। একই লক্ষ্য অর্জনের জন্য আমরা একে অপরের শক্তির ওপর নির্ভর করেছিলাম, আমাদের দেশের জন্যে, জয়লাভ করার জন্যে।’
সাকিব আরো লেখেন, ‘তোমার রান ও রেকর্ডগুলো নিজের পক্ষে কথা বলে। টিম সঙ্গী হিসেবে, একজন খেলোয়াড় হিসেবে তুমি যা কিছু অর্জন করেছ তার জন্য আমরা অত্যন্ত গর্বিত। তোমার সাথে আর মাঠের মাঝখানে না থাকাটা অদ্ভুত হবে। কিন্তু যখন আমরা প্রতিটি লড়াইয়ে পা রাখব, তখন তোমার আগুন আমাদের সবার ভেতরে জ্বলবে। তুমি তোমার নতুন জীবনে ছক্কা হাঁকাতে থাকো এবং তোমার প্রিয়জনের সাথে নতুন মুহূর্তগুলো উপভোগ কর।’