মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম ::
বিশেষ সিএসআর তহবিলের আওতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে গবেষণা খাতে আর্থিক সহায়তা প্রদান করলো সাউথইস্ট ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ইসলামী ব্যাংকের বোর্ড সভা  ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৯৭ জাতীয় গ্রিডে যুক্ত হলো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রধান উপদেষ্টাকে সংস্কার বিষয়ে অগ্রগতি জানালেন কমিশনপ্রধানেরা বৃটেনে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন আপসানা হত্যা-গণহত্যাসহ গুমের অভিযোগে ট্রাইব্যুনালে ৮০টিরও বেশি অভিযোগ ৪ মহানগর ও ৬ জেলায় কমিটি অনুমোদন বিএনপির মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল জানা যাবে কখন?

সিরাজগঞ্জে মহাসড়কে তীব্র যানজট, রাস্তায় বসে যাত্রীরা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৮ জুলাই, ২০২৩

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম নলকা সেতু থেকে হাটিকুমরুল হয়ে চান্দাইকোনা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। মহাসড়কে যানজট থাকায় সিরাজগঞ্জ শহর দিয়ে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। এতে শহরেও যানজটের সৃষ্টি হচ্ছে।
গতকাল শুক্রবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাচলিয়া এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এ যানজটের সূত্রপাত হয়। ধীরে ধীরে এ যানজট নলকা সেতু থেকে চান্দাইকোনা পর্যন্ত ছড়িয়ে পড়ে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, মহাসড়কে একটি দুর্ঘটনা ঘটায় নলকা সেতু এলাকা থেকে যানজট সৃষ্টি হয়েছে। যানবাহনের চাপ থাকায় যানজট তীব্র আকার ধারণ করেছে। যানজট নিরসনে পুলিশ নিরলসভাবে কাজ করছে।
হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের ভুইয়াগাঁতী এলাকার রুবেল শেখ বলেন, মহাসড়কে একটি গাড়িও চলাচল করছে না। যাত্রীরা গাড়ি থেকে নেমে সড়কে বসে রয়েছেন।
ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মনিরুল ইসলাম বলেন, সকাল থেকেই যানজট নিরসনে কাজ করছি। এখনো যানজট শেষ হয়নি।
এ প্রসঙ্গে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, নলকা সেতু থেকে চান্দাইকোনা পর্যন্ত এ যানজট সৃষ্টি হয়েছে। যে কারণে কড্ডা থেকে অনেক দূরপাল্লার পরিবহন শহরের মধ্য দিয়ে চান্দাইকোনার দিকে যাচ্ছে। তবে দ্রুত সময়ের মধ্যে এটি নিরসন হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com