করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশ পুড়িয়ে ফেলার প্রতি নিন্দা জানিয়েছেন পাকিস্তানের সাবেক বিচারপ্রতি ও ইসলামী স্কালার মুফতি তাকি উসমানী।
৫ এপ্রিল টুইট বার্তায় তাকি উসমানী বলেন, শ্রীলংকার সরকার করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তি মুসলিম হোক চাই অমুসলিম তার কাফন দাফনে নিষেধাজ্ঞা আরোপ করেছে লাশ পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছে। অথচ, লাশ পুড়িয়ে ফেললে করোনার সংক্রমণ আর অবশিষ্ট থাকবে না একথা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেনি।
তিনি আরও বলেন, জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর উচিত, ধর্ম ও বিশ্ব স্বাস্থ সংস্থার নিয়মের বাইরে গিয়ে যারা এমন জঘণ্য কাজ করছে, তাদের এমন অমানবিক আচরণের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের আওয়াজ তোলা। যাদের বিশ্ব স্বাস্থ সংস্থার সংঙ্গে যোগাযোগ আছে আপনারা অবশ্যই তাদের কাছে এ বার্তা পৌঁছে দিবেন।
ই-খ/খবরপত্র