সোমবার, ১৭ জুন ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন

কালীগঞ্জে যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে কোরআন খতম ও দোয়া

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে দেশের অর্থনীতির সফল আইকন, শিল্পের মহানায়ক যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিল্পপতি মরহুম নুরুল ইসলামের স্মরণে আলোচনা, খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার আজমতপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতমি খানায় কুরআন খতম ও দোয়া মাহফিল শেষে দুপরে আজমতপুর চৌরাস্তা সংলগ্ন ভাই ভাই মার্কেটে কর্মে কৌলীন্য অনন্য এক জীবন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামরে তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজলো কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন খানের সভাপতিত্বে ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি আব্দুল গাফফার ও মো ঃ খোরশেদ আলমের সঞ্চালনায় শোকসভায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন- কাপাসিয়া উপজেলার স্বজনের সভাপতি ও উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ গণি। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা আ’লীগের অর্থ বিষয়ক সম্পাদক শরীফ হোসেন খান কনক, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. হাফিজুল্লাহ খোকা, বিশিষ্ট শিল্পপতি আলমগীর হোসেন খান, কেন্দ্রীয় জাতীয় শ্রমকি পার্টির সাংগঠনিক সম্পাদক মিনহাজ আবেদিন বিশাল, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র পাল, আজমতপুর চৌরাস্তা বাজার বনিক সমিতির সভাপতি মতিউর রহমান খান, ইউপি সদস্য ফারুক খান, সাংবাদিক তৈয়বুর রহমান, ৯ নম্বর ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, আব্দুল লতিফ খান, মেজবাহ উদ্দিন খান ও নিহার দেবনাথ প্রমূখ। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তার মহৎ কর্ম তুলে ধরে দোয়া পরিচালনা করেন আজমতপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতমি খানার মোহতামীম হাফেজ মাও, মুফতি আবুল ফজল। দোয়া শেষে সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com