শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিশ্বমানের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি রাসূল (সা.)-এর সীরাত থেকে শিক্ষা নিয়ে দৃঢ় শপথবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে—ড. রেজাউল করিম চৌদ্দগ্রামে বাস খাদে পড়ে নিহত ৫, আহত ১৫ চাহিদার চেয়ে ২৩ লাখ কোরবানির পশু বেশি আছে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী রাজনীতিবিদেরা অর্থনীতিবিদদের হুকুমের আজ্ঞাবহ হিসেবে দেখতে চান: ফরাসউদ্দিন নতজানু বলেই জনগণের স্বার্থে যে স্ট্যান্ড নেয়া দরকার সেটিতে ব্যর্থ হয়েছে সরকার মালয়েশিয়ার হুমকি : হামাস নেতাদের সাথে আনোয়ারের ছবি ফেরাল ফেসবুক হামাসের অভিযানে ১২ ইসরাইলি সেনা নিহত আটকে গেলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড় গাজানীতির প্রতিবাদে বাইডেন প্রশাসনের ইহুদি কর্মকর্তার লিলির পদত্যাগ

আজ ঢাকা -১৭ আসনে ভোট

শাহজাজান সাজু:
  • আপডেট সময় সোমবার, ১৭ জুলাই, ২০২৩

আজ সোমবার ১৭ জুলাই ২০২৩ ঢাকা-১৭ আসনের উপনির্বাচন। এদিকে নির্বাচনী এলাকায় গত শনিবার (১৫ জুলাই ২০২৩) থেকে প্রচার প্রচারণা বন্ধ রয়েছে। আজ রবিবার মধ্যরাত থেকে নির্বাচনী এলাকায় সকল ধরনের মোটরসাইকেল, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার ও ইজি বাইক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এ ছাড়া নির্বাচনী কাজে ব্যাবহৃত, সাংবাদিক, আইনশৃংখলা বাহিনী এবং জরুরী কাজে নিয়োজিত সকল ধরনের যানবাহনের যাতায়াত শিথিলযোগ্য থাকবে।রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭।গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়। এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন এর মধ্যে নারী ভোটার সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৫০০ জন। এ আসনে ১২৪ টি ভোট কেন্দ্রের ৬০৫ টি কক্ষে ভোট গ্রহন করা হবে। ঢাকা-১৭ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী অধ্যাপক মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির থেকে সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন। আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন আলোচিত অভিনেতা মো. আশরাফুল আলম (হিরো আলম) এবং মো. তারিকুল ইসলাম। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি এবং ইসলামী দলগুলোর মধ্যে বাংলাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশে সহ কোন ইসলামী দল এ নির্বাচনে অংশ নেননি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com