আজ সোমবার ১৭ জুলাই ২০২৩ ঢাকা-১৭ আসনের উপনির্বাচন। এদিকে নির্বাচনী এলাকায় গত শনিবার (১৫ জুলাই ২০২৩) থেকে প্রচার প্রচারণা বন্ধ রয়েছে। আজ রবিবার মধ্যরাত থেকে নির্বাচনী এলাকায় সকল ধরনের মোটরসাইকেল, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার ও ইজি বাইক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এ ছাড়া নির্বাচনী কাজে ব্যাবহৃত, সাংবাদিক, আইনশৃংখলা বাহিনী এবং জরুরী কাজে নিয়োজিত সকল ধরনের যানবাহনের যাতায়াত শিথিলযোগ্য থাকবে।রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭।গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়। এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন এর মধ্যে নারী ভোটার সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৫০০ জন। এ আসনে ১২৪ টি ভোট কেন্দ্রের ৬০৫ টি কক্ষে ভোট গ্রহন করা হবে। ঢাকা-১৭ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী অধ্যাপক মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির থেকে সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন। আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন আলোচিত অভিনেতা মো. আশরাফুল আলম (হিরো আলম) এবং মো. তারিকুল ইসলাম। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি এবং ইসলামী দলগুলোর মধ্যে বাংলাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশে সহ কোন ইসলামী দল এ নির্বাচনে অংশ নেননি।