বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
১৫তম জাতীয় সিনিয়র ক্লাব ভারোত্তোলন প্রতিযোগিতায় শাম্মী সুলতানার তিনটি অনন্য রেকর্ড জনপ্রশাসন সংস্কারে নাগরিকরা মতামত দিতে পারবেন যেভাবে প্রফেসর তরুণ কান্তি বড়–য়ার রেক্টর পদে যোগদান উপলক্ষে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা হাসিনার মতো ’৭১ সালে শেখ মুজিবও পালিয়ে ছিলেন: মির্জা ফখরুল মার্কিন নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৬ প্রার্থী আগামী ২৬ নভেম্বর শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা বজ্রপাতে মাঠেই মারা গেলেন ফুটবলার মার্কিন নির্বাচন : কার জয়ে বাংলাদেশের সাথে সম্পর্কে কী প্রভাব পড়বে? ৮ গোপন আটককেন্দ্রের সন্ধান আরও ২৯ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

জিএম-পুলিশের আশ্বাসে রেললাইন ছাড়লেন শ্রমিকরা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৭ জুলাই, ২০২৩

রেলওয়ে পূর্বা লের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন ও তেজগাঁওয়ের এডিসি হাফিজ আল ফারুকের অনুরোধে অবরোধ তুলে নিয়েছেন আন্দোলন করা রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে অবরোধের স্থান ত্যাগ করে জাহাঙ্গীর হোসেনের সঙ্গে রেল ভবনের উদ্দেশে রওনা হন শ্রমিকরা।
গতকাল রোববার (১৬ জুলাই) বিকেল পৌনে তিনটায় অবরোধ তুলে নেন শ্রমিকরা। এর আগে সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে এফডিসি এলাকায় রেলপথ অবরোধ করেন তারা।
শ্রমিকদের আশ্বস্ত করতে গিয়ে রেলওয়ে পূর্বা লের জিএম জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের সিদ্ধান্ত ছিল জুন মাসের পরে আউটসোর্সিংয়ের মাধ্যমে শ্রমিক নিয়োগ করবো। সেই আউটসোর্সিং কোম্পানির জন্য টেন্ডার ডকুমেন্টে আমরা শর্ত দিয়ে দিয়েছি আমরা অভিজ্ঞ লোক চাই। আপনারা যারা এখানে আন্দোলন করছেন তাদের আমরা অভিজ্ঞতার সার্টিফিকেট দেবো। পাশাপাশি আউটসোর্সিং কোম্পানিকে বলবো যেন আপনাদের তারা নিয়োগ দেয়। আউটসোর্সিংয়ের মাধ্যমে আমরা আপনাদের রেলওয়েতে নিয়োগ দেবো— এটা আমাদের ইচ্ছা ও বাসনা।
তিনি বলেন, আপনারা ট্রেন আটকে দিয়ে মানুষকে হয়রানি করছেন সেখান থেকে আপনারা সরে আসবেন বলে আমরা আশা করবো। আমরা আইনের ভেতর থেকে আপনাদের সর্বোত্তম সহযোগিতা করবো।
এডিসি হাফিজ আল ফারুক শ্রমিকদের আশ্বস্ত করে বলেন, আপনাদের (আন্দোলনকারী) সঙ্গে কথা বলতে বাংলাদেশ রেলওয়ের পূর্বা লের জিএম এখানে এসেছেন। উনি বলেছেন রেলের আউটসোর্সিং নিয়োগের সময় অভিজ্ঞদের প্রাধান্য দেবেন। পাশাপাশি আগে যারা অস্থায়ীভাবে চাকরি করতেন তাদেরও অভিজ্ঞতার সার্টিফিকেট দেওয়া হবে। এটি নিয়মতান্ত্রিকভাবে তাদের অফিসে বসে করতে হবে। এটা রেললাইনে বসে করার বিষয় নয়।
তিনি আরও বলেন, আজ আপনারা যে সকাল থেকে রেললাইন বন্ধ করে রেখেছেন, এখানে একজন মুমূর্ষু রোগী থাকতে পারে, একজন চাকরিজীবী থাকতে পারেন। মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমরা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাদের বসতে দেবো। এরপর আমাদের যেকোনো ভাবেই হোক আপনাদের সরাতে হবে। তাই এখানে আন্দোলন না করে, আপনারা আলোচনা করুন। পরে আন্দোলনকারীদের সঙ্গে নিয়ে পূর্বা লের জিএম রেল ভবনের উদ্দেশে হাঁটা শুরু করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com