কেন্দ্রীয় বিএনপি সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন ক্ষমতাসীন সরকার বিচার বিভাগকে পুঁথিগত করে এই সরকার এই দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। নিতাই রায় চৌধুরী ফরিদপুরে শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার ১ দফা দাবিতে মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি’র আয়োজিত পদযাত্রা শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন এই সরকার এ দেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে অর্থব্যবস্থা ধ্বংস করেছে ব্যাংকে টাকা নাই আমদানির খরচ মেলাতে পারছে না এখানে বিদ্যুৎ নিয়ে সীমাহীন দুর্নীতি করেছে এরা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এর বিরুদ্ধে যখনই আমরা কথা বলতে গিয়েছি তখনই বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে তারা ক্রসফায়ারে হত্যা করেছে গুম করেছে বাড়িছাড়া করেছে কিন্তু এখন সারা পৃথিবীতে এই শেখ হাসিনার এই দানবী বিভৎস চেহারা উন্মোচিত হয়েছে। অতএব বন্ধুগণ এখন আমরা এক দফা দাবি দিয়েছি শেখ হাসিনার পদত্যাগ করতে হবে এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ও সাবেক ফরিদপুর জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহিরুল হক শাহজাদা মিয়া, কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর, মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি প্রমুখ। পথসভা পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন ও যুগ্ন-আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে ফরিদপুর বিএনপির দলীয় কার্যালয় সামনে থেকে জেলা, মহানগর ও কতোয়ালি বিএনপির সহাস্রাধিক নেতাকর্মীগন শহরের রাজবাড়ি রাস্তার মোড়ে দিকে পদযাত্রা শুরু করে পথিমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ পদযাত্রায় যোগদান করেন। বেলা সোয়া ১টার দিকে সদর উপজেলার সামনে এক পথসভার মধ্য দিয়ে পদযাত্রা শেষ হয়। এর আগে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহরের বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা থেকে ব্যানার প্লাকার সহকারে খন্ড খন্ড মিছিল নিয়ে ফরিদপুর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হতে থাকে।