কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আওয়ামীলীগ সরকারের উন্নয়নমূলক কার্যক্রম মানুষের সামনে তুলে ধরতে এবং জ্বালাও পোড়াও রাজনীতির বিপরিতে শান্তি প্রতিষ্ঠায় গণ মানুষের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বুধবার ১৯ জুলাই বিকালে শোভাযাত্রা করেছে। বাগেরহাট জেলা আওয়ামীলীগ কার্যালয় চত্তর থেকে বের হয়ে এই শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসময় তারা সরকার কর্তৃক বাস্তবায়িত ও চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের প্লাকার্ড বহন করেন। শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে পথসভায় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু বলেন, আওয়ামীলীগের শাসনামলে দেশে সন্ত্রাস দূর্নীতির হার ক্রমাগত কমে এসেছে। সেই সাথে জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ উদ্যোগে দেশের উন্নয়নমূলক কর্মকা- এগিয়ে চলেছে। উন্নয়ের এই ধারাকে এগিয়ে নিতে বাংলাদেশ আওয়ামী লীগের কোন বিকল্প নেই। তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে দলের পক্ষে কাজ করে যেতে আহবান জানান। বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ভূঁইয়া হেমায়েত উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের অন্যতম সহ- সভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন আহমেদ, পৌর আওয়ামী লীগ সভাপতি শেখ বশিরুল ইসলাম, সদর থানা আওয়ামীলীগ সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, জেলা যুবলীগ সভাপতি সরদার নাসির উদ্দি, জেলা শ্রমিকলীগ সভাপতি রেজাউর রহমান মন্টু প্রমূখ বক্তৃতা করেন।