বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
গলাচিপা জাতীয় ইদুঁর নিধন অভিযান র‌্যালি সহ উদ্বোধন জামালপুর জেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের স্বাস্থ্য স্যানিটেশন উন্নয়ন অগ্রযাত্রায় ৩৫০ কোটি টাকার কাজ দৃশ্যমান লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী বাইট্টা কাশেম আটক কেরানীগঞ্জে চাঁদা না দেওয়ায় কৃষি জমিতে হামলায় ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন, সংবাদ সম্মেলন হোসেনপুরের যৌতুক লোভী স্বামীর নির্যাতনে অতিষ্ঠ কলেজ ছাত্রী দীপার ভবিষ্যত অনিশ্চিত: ন্যায় বিচার দাবি সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন সাতক্ষীরায় ছেলে ও তার স্ত্রীর হাতে নির্যাতনের শিকার হয়েও মামলা করতে চাননা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বাবা কেরানীগঞ্জে রতঘরিয়া ইউনিয়নে কর্মীসভা শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও শাহরিয়ারের নামে পাঠাগার ফলজ বনজ-বাগানের সাথী ফসল হলুদ চাষের মডেল কৃষানী নাসরিন

বিএনপির দিক থেকে সহিংসতার আশঙ্কা নেই: মির্জা আব্বাস

ইকবাল হোসেন:
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

আজ শুক্রবার (২৮ জুলাই) দলীয় মহাসমাবেশে বিএনপির দিক থেকে কোনও সহিংসতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। একই দিনে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের কারণে কোনও সংঘাত হবে কিনা-এই প্রশ্ন করা হয়েছিল তাকে।
এর আগে লিখিত বক্তব্যে মির্জা আব্বাস বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই আন্দোলন-সংগ্রাম কর্মসূচিতে জনগণের অংশগ্রহণকেই গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে। গণতন্ত্রে বিশ্বাসী দল হিসেবে বিএনপি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে এসেছে। বারবার বিএনপির কর্মসূচির ওপর নৃশংস হামলা করার পরও বিএনপি শান্তিপূর্ণভাবে তার লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছে। বিএনপি ও সমমনা দলগুলোর কর্মসূচিতে ধারাবাহিকভাবে পুলিশ ও সরকারের পক্ষ থেকে হামলা হচ্ছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, কয়েক মাস ধরে বিএনপি ও সমমনা দলগুলোর ধারাবাহিক কর্মসূচিতে সরকারের পক্ষ থেকে হামলা হলেও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে কখনোই সহিংস সন্ত্রাসের পথে পা বাড়ানো হয়নি। বরং সরকারের পক্ষ থেকেই গুলি ও অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আমাদের নেতাকর্মীকে খুন, জখম ও পঙ্গু করা হয়েছে। হামলা হলেও এর প্রতিবাদ জানাতে বিএনপি তার নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি থেকে সরে আসেনি এবং কোনও উসকানিতে পা দেয়নি।
দেশের বিভিন্ন জেলা থেকে সমাবেশে অংশগ্রহণ করতে ঢাকায় আসা নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, দলের পক্ষ থেকে বারবার শান্তিপূর্ণ কর্মসূচির কথা বলা হলেও আমাদের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীকে গত দুই দিনে গ্রেফতার করা হয়েছে। আমি মনে করি সরকারের এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক এবং নিপীড়নমূলক। আমি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি, আটক সব নেতাকর্মীকে মুক্তি দিন। আমি আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে আবারও আহ্বান জানাই, আপনারা আগামীকাল নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের নিরাপত্তা বিধানে যথাযথ সহযোগিতা করবেন। আমি আশা করি সমাবেশে আসার পথে জনগণ ও বিএনপির নেতাকর্মীদের কোনও বাধা দেওয়া হবে না। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির দফতর সম্পাদক রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com