নওগাঁর বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক তৌফিক জনপ্রশাসনের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক -২০২৩ অর্জন করেছেন। বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে অসামান্য অবদান রাখার সীকৃতিসরুপ জনপ্রশাসনের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক অর্জন করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক তৌফিক। তিনি অত্র উপজেলায় প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকেই মডেল প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন। তিনি বাংলাদেশের মধ্যে প্রথম বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে জরুরি পরিষেবা কার্যক্রম চালু করেছেন। যেখানে ছুটির দিনেও চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ডাঃ নাজমুল হক তৌফিক সকাল ১১ টায় ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে কাজের স্বীকৃতিসরুপ বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২৩ গ্রহণ করেন। এবিষয়ে ডাঃ নাজমুল হক তৌফিক বলেন, বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালকে মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে আমার ব্যক্তিগত চিন্তাচেতনাকে বাস্তবে রুপ দিতে অফিসের কর্মকর্তা, কর্মচারী, এলাকার মানুষ, জনপ্রতিনিধি, মিডিয়াকর্মীগণ সর্বোতভাবে সহযোগিতা করেছেন জন্যই আজকে আমি এই অর্জন করতে পেরেছি। আমি ভবিষ্যতে আরো পুরোউদ্যোমে নতুন কিছু করার চেষ্টা চালিয়ে যাব। সেই সাথে প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা চালিয়ে যাব।