বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৩:৫৬ অপরাহ্ন

লন্ডনে হাফেজ প্রতিযোগিতায় প্রথম রাকিনের ধামরাইয়ে সংবর্ধনা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৩১ জুলাই, ২০২৩

ইংল্যান্ডের লন্ডনে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করা হাফেজ রাকিন আনজুমকে ঢাকার ধামরাইয়ে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। সোমবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামে এক মাদরাসায় এ সংবর্ধনা দেওয়া হয়। রাকিন আনজুম ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের বাসিন্দা ও লন্ডন প্রবাসী ব্যবসায়ী রবিউল আউয়ালের ছেলে। রাকিন আনজুমের পরিবার জানায়, শিশুকাল থেকেই ধর্মের প্রতি তার অনুরাগ ছিল। মাধ্যমিক বিদ্যালয়ে ওঠার পর কল ২০২১ সাল থেকে তিনি হাফেজি বিভাগে পড়া শুরু করেন। ২০২৩ সালের মে মাসে তিনি হাফেজি সম্পন্ন করেন। এ বছর লন্ডনে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে ৩০ জনের মধ্যে প্রথম হন। তাকে গোল্ডেন ট্রফি ও সনদ দেওয়া হয়। চলতি মাসে তিনি দেশে ফিরলে তাকে স্থানীয় এলাকাবাসী সংবর্ধনা দেয়। রাকিন আনজুম বলেন, দুই বছরে হাফেজি পড়া শেষ করেছি। ভবিষ্যতেও ধর্মের পথে থাকতে চাই। এছাড়া প্রকৌশলী হতে চাই। এজন্য সবার দোয়া চাই। রবিউল আউয়াল বলেন, আমরা ছেলে সে অর্জন করেছে, তা পরিবার ও সকলের জন্য গর্বের। সে ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়। হাফেজি পড়ার সঙ্গে সঙ্গে সে ইসলামি শিক্ষাও নিচ্ছে। এজন্য সবার কাছে দোয়া চাই। সংবর্ধনার শেষে কোরআন তেলাওয়াত করে শোনান রাকিন আনজুম। এসময় সবাই গভীর মনোযোগসহ তা শ্রবণ করেন। সংবর্ধনায় গাঙ্গুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা, হাতকোড়া জামিয়া মঈনুল ইসলাম দাওরায়ে হাদিস মাদরাসা ও এতিমখানার অধ্যক্ষ মুফতি মাওলানা আব্দুল হাকিম, আনজুমের দাদা ইসমাইল হোসেন বিএসসিসহ পরিবার ও এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com