সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম ::

আমরা আইনের ব্যত্যয় কিছু করিনি: ডিবি প্রধান হারুন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসায় তল্লাশি প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, আসামি যার বাসাতেই থাকুক আমরা তাকে ধরে আনতে পারি। প্রয়োজনবোধে বল প্রয়োগ করে আসামি আনতে পারি। গতকাল বুধবার (২ আগস্ট) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ডিবি প্রধান হারুন বলেন, নুর যখন জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? তখন পুলিশ তার পরিচয় দিয়েছে। বলেছে, আমরা থানা থেকে এসেছি, আমরা ডিবি পুলিশ। আমরা আইনের ব্যত্যয় কিছু করিনি। ডিবি মহানগর প্রধান আরও বলেন, যাকে ধরে এনেছি তিনি মামলার আসামি। তিনি ফেসবুক-ইউটিউবে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিয়ে মাদ্রাসার ছাত্রদের উত্তেজিত করার চেষ্টা করেছে। তার নামে মামলা রয়েছে। ভিপি নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। বাসায় যদি কোনও মামলার আসামি লুকিয়ে থাকে তাকে বের করে দেওয়াই উচিত ছিল তার। সেটা না করে, উল্টো পুলিশের উপর চড়াও হলেন। পুলিশকে গালিগালাজ করলেন। তিনি সরকারি কাজে বাধা দিলেন, যোগ করেন হারুন অর রশিদ।
এর আগে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন, মধ্যরাতে তার বাসায় অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার বাসা থেকে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নেওয়ারও অভিযোগ করেন নুর। পুলিশ ইয়ামিনকে গ্রেফতার দেখানোর কথা স্বীকার করেছে। মঙ্গলবার (২ আগস্ট) রাত ২টার দিকে হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় তার বাসায় এই অভিযান চালানো হয় বলে দাবি করেন নুর। এ সময় ফেসবুক থেকে কয়েকবার লাইভে যান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com