শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:০০ অপরাহ্ন

বাজার মূলধন ৬ হাজার কোটি টাকা কমেছে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১২ আগস্ট, ২০২৩

বাংলাদেশের শেয়ারবাজারে গত সপ্তাহে লেনদেন কমেছে। এ সময় বাজারে অধিকাংশ সূচকের পতন হয়েছে। আলোচ্য সময়ে বাজার মূলধন কমেছে ৬ হাজার ৯২০ কোটি ২৮ লাখ টাকা।
গতকাল শনিবার (১২ আগস্ট) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৮১ হাজার ৩৭০ কোটি ৫৩ লাখ ৯০ হাজার টাকা। সপ্তাহের শেষ দিনে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজার ৪৯৯ কোটি ৪৭ লাখ ১৪ হাজার টাকা। আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমেছে ৫ হাজার ৮৭১ কোটি ৬ লাখ ৭৫ হাজার টাকা।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৬ হাজার ৮৯০ কোটি ৬৪ লাখ ২০ হাজার টাকা। সপ্তাহের শেষ দিনে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৫ হাজার ৮৪১ কোটি ৪১ লাখ ৭০ হাজার টাকা। আলোচ্য সময়ে সিএসই’র বাজার মূলধন কমেছে ১ হাজার ৪৯ কোটি ২২ লাখ টাকা। দুই স্টক এক্সচেঞ্জে অর্থাৎ পুরো শেয়ারবাজারে বাজার মূলধন কমেছে ৬ হাজার ৯২০ কোটি ২৮ লাখ টাকা। ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হয়েছে ২ হাজার ৭১ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ও ইউনিট। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৯৬৩ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার ও ইউনিট। আলোচ্য সময়ে লেনদেন কমেছে ৮৯২ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা। ডিএসইতে গেলো সপ্তাহে মোট ৩৮৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৫টি কোম্পানির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত ছিল ২০৬টির।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট কমে ৬ হাজার ২৯৭ পয়েন্টে, ডিএসইএস শরিয়া সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৮ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৯ পয়েন্ট কমে ২ হাজার ১৪২ পয়েন্টে অবস্থান করছে।
এদিকে, গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ১২ লাখ ৯১ হাজার টাকার শেয়ার ও ইউনিট। আগের সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিল ৬১ কোটি ৭২ লাখ ৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট। আলোচ্য সময়ে লেনদেন কমেছে ২৮ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯৯ পয়েন্টে, সিএসসিএক্স ৫৩ পয়েন্ট কমে ১১ হাজার ১১৯ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৪৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে গেলো সপ্তাহে মোট ২৬০ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৮টি কোম্পানির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত ছিল ১১০টির।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com