১৫ই আগস্ট জাতীর জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে (১৩ ই,আগস্ট দুপুরে বরিশাল সার্কিট হাউজে বাংলাদেশ ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি চলমান আন্দোলন বাস্তবায়ন কমিটি ও বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ বরিশাল মহানগর কমিটির আয়োজনে ১৫ই আগস্ট ঘাতকদের হাতে নিহত জাতীর জনক বঙ্গবন্ধু সহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা সহ মাননীয় প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য কামনা করে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি চলমান আন্দোলন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মাওলানা মুহাঃ বসির উল্লাহ আতহারীর সভাপতিত্বে আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি চলমান আন্দোলন বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় মহাসচিব মাওলানা সামসুল হক আনছারী ও মাওলানা মোঃ ফিরোজ হওলাদার, মাওলানা মোঃ শহিদুল ইসলাম, মাওঃ মোঃ মোসাদ্দেক বিল্লাহ (সাইফী,মাওলানা মোঃ বেল্লাল হোসেন, মাওঃ মোঃ কাওছার হোসেন, মাওঃ মোঃ শহিদুল ইসলাম, মাওঃ রুহুল আমিন, মোঃ আল আমিন, মাওঃ মোঃ আব্দুল মালেক, মাওঃ মোঃ রফিকুল ইসলাম,হাফেজ মাওঃ মোঃ সোলাইমান, বরিশাল জেলা ইবতেদায়ী শিক্ষক সমিথি সাধারন সম্পাদক, মাওঃ মোস্তাফিজুর রহমান হালিম,মাওঃ মোঃ ইমাম হোসেন, মাওলা মোঃ মিরাজুল ইসলাম, মাওঃ মজিবর রহমান, লিটন ভূইয়া সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ মাদরাসা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশনপ্রাপ্ত অনুদান বিহীন ইবতেদায়ী মাদরাসা অনুদানের আওতায় এনে সকল ইবতেদায়ী মাদরাসা প্রাথমিক বিদ্যালয় ন্যায় জাতীয় করনের লক্ষে আগামী ১৭ই আগস্ট শিক্ষা মন্ত্রালয়ে শিক্ষা মন্ত্রী সভাপতিতেত্বে অনিষ্ঠিতত্ব স্টাডি কমিটির সভায় উপরোক্ত বিষয়ে বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহনের জোর দাবী জানান। অন্যতায় ইবতেদায়ী মাদরাসা সকল শিক্ষকদের নিয়ে শোকের মাস শেষে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে জানান। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মামুনুর রসিদ খতিব ডিসি অফিস জামে মসজিদ।