সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৩ ছাত্রীর মাঝে বাইসাইকেল, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে এক পরিবারের হাতে ভ্যান গাড়ি ও এক প্রতিবন্ধী ব্যক্তির হাতে নগদ অর্থ প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল হতে রসুনচক বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব বাইসাইকেল, ভ্যান গাড়ির চাবি ও নগদ ৫০ হাজার টাকা বিতরণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় দুস্থ পরিবারের পাশে সব সময় রয়েছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, চককীর্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা, আওয়ামী লীগ নেতা খাইরুল ইসলাম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। উপজেলার চককীর্তি ইউনিয়নের পিরোনটোলা এলাকার উনু মন্ডলের ছেলে হোসেন আলীকে ভ্যান গাড়ির চাবি, ডুবলী ভান্ডার গ্রামের তোহরুলের ছেলে প্রতিবন্ধী মাসুদ রানাকে নগদ অর্থ ও রসুনচক বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ১৩ ছাত্রীকে বাইসাইকেল দেয়া হয়। সম্প্রতি হোসেন আলীর একটি ভ্যান গাড়ি ছিনতাই করে দুর্বৃত্তরা ও প্যারালাইসিসে আক্রান্ত হওয়ায় কর্মহীন হয়ে পড়ে মাসুদ রানা। এদিকে দূলর্ভপুর ইউনিয়নের পনের রশিয়া এলাকায় বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।