মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাজস্ব বাজেটের আওতায় উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে ২০ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তির মধ্যদিয়ে কর্মসুচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সিলেট মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারাজুল কবির, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি আশিকুর রহমার প্রমুখ পুকুর-জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা স্থানগুলো হলো- উপজেলা পরিষদ পুকুর, ভূমি অফিস পুকুর, স্বাস্হ্য কমপ্লেক্স পুকুর, শ্রীমঙ্গল থানা পুকুর, বিজিবি পুকুর, শহরশ্রী জামে মসজিদ পুকুর, ছত্রাবট মসজিদ পুকুর, সিরাজনগর মাদ্রাসা পুকুর, মন্দিরগাও মসজিদ পুকুর, আমরাইলছড়া চা-বাগান দুর্গামন্দির পুকুর, ভূরভুরিয়া চা-বাগান লেক, ভূনবীর মসজিদ পুকুর, বর্মাছড়া কালীমন্দির পুকুর ও বাষট্টি বিল ও তৎসংলগ্ন প্লাবনভূমি (হাইল-হাওর)।