হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি ও প্যারাসাইট্রোলজি বিভাগের অধ্যাপক ড. এসএম হারুন-উর-রশিদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ছিলেন একজন আপোষহীন নেতা। সারা বিশ্বে শেখ মুজিবুর রহমান বিশ্ব নেতা হিসেবে পরিচিতি লাভ করবে জেনে ঘাতকরা তাকে হত্যা করেছিলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে ইমাম প্রশিক্ষণ একাডেমী দিনাজপুর ও ইলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে ইমাম প্রশিক্ষণ একাডেমী মিলনায়তনে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা সভা, পবিত্র কুরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। ইমাম প্রশিক্ষণ একাডমীর উপ-পরিচালক মোঃ আলমগীর হায়দার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। শোক দিবসের উপর প্রধান আলোচ্যক হিসেবে আলোচনা করেন মাওলানা মোঃ মাসুদুর রহমান। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা নূর মোহাম্মদ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোঃ শহিদুল্লাহ। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন প্রশিক্ষণ সহকারী মোঃ আজাদ কালাম রনি।