সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে প্রায় দশ হাজার নেতাকর্মী নিয়ে স্মরণকালের সবচেয়ে বড় শোক র্যালী করেছে উপজেলা আওয়ামী লীগ। সকালে দিবসটি উপলক্ষে উল্লাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প স্থাপক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য তানভীর ইমাম। এরপর একে একে, উপজেলা আওয়ামী লীগ, পুলিশ প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আকবর আলী সরকারি কলেজ থেকে প্রায় দশ হাজার নেতা কর্মী নিয়ে সংসদ সদস্য তানভীর ইমামের নেতৃত্বে এক বিশাল শোক র?্যালী বের করা হয়। র?্যালীটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আকবর আলী কলেজ চত্বরে গিয়ে শেষ হয় এবং কলেজ চত্বরে দোয়া মাহফিল, শোক সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার ১৪ টি ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, উপজেলা, পৌরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবাই কালো পোশাক পরে সকল কর্মসূচিতে অংশ নেয়। দলীয় নেতাকর্মীরা বলেছেন উল্লাপাড়ায় এটি স্মরণকালের সবচেয়ে বড় দলীয় কর্মসূচি।