শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। সেই স্বপ্ন পূরণে তিনি কাজ শুরু করেছিলেন। স্বাধীনতার মাত্র তিন বছরের মাথায় স্বাধীনতা বিরোধী ঘাতকদের নৃশংসতায় তিনি জীবন দিলেও থেমে থাকেনি সেই স্বপ্নের বাস্তবায়ন। জাতির পিতার সুযোগ্যকন্যা শেখ হাসিনা পিতার সেই স্বপ্ন পূরণে কাজ করে চলেছেন। তার সুযোগ্য নেতৃত্বে অদম্য অগ্রযাত্রায় স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে চলেছে দেশ। শনিবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার এ এইচ এম আহসান হাবীব। স্বাগত বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব। বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আনিছুর রহমান। সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক ডক্টর আশরাফুজ্জামান জাহিদ। অনুষ্ঠানে যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধাপক ডক্টর আহসান হাবীব, সরকারি এম এম কলেজের অধ্যক্ষ অধ্যপক মর্জিনা আক্তার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক অমল কুমার বিশ্বাস, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন, মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানমসহ শিক্ষা বিভাগের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়ার দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। পরে তিনি ফ্রি মেডিকেল ক্যাম্প ও রোগিদের ফ্রি ওষুধ প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে সকাল নয়টায় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি ১৫ আগস্ট ঘাতকের নির্মমতায় নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন। পরে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এ সময় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির সাথে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুর ইসলাম।