বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান দুদু বলেছেন, একটি মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে। তিনি অসুস্থ। ডাক্তার বলেছে, বাংলাদেশে তার আর চিকিৎসা নাই। তারপরও তাকে এই সরকার বিদেশে চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না। কয়েকজন এমপি ও মন্ত্রী যারা দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত তারাও বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না এই সরকার। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও‘ আন্দোলনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, নির্বাচন হবে এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে আর সে নির্বাচন হবে কেয়ারটেকার সরকারের অধীনে। শেখ হাসিনার অধীনে বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। হওয়ার কোনো কারণ নাই। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আসেন সবাই ঐক্যবদ্ধ হই। এই অক্ষম সরকারকে পদত্যাগ করতে যে আন্দোলন চলছে এই আন্দোলন আরো জোরদার করতে রাস্তায় নেমে আসি। দেশের এই অবস্থার একমাত্র মীমাংসা রাজপথে হতে পারে। এর আগে ৯০ হয়েছে। ৮৯ তে হয়েছে এবারো হবে। মানববন্ধনে আরো বক্তব্য দেন বিএনপির তথ্য বিষয়ক সহ-সম্পাদক কাদের গণি চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য আলমগীর হোসেন, মৎসজীবি দলের সদস্য সচিব আব্দুর রহিম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হক, বিএনপি নেতা গোলাম সরোয়ার সরকার, মোক্তার আকন্দ প্রমুখ।