রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:১০ অপরাহ্ন

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব : তাসকিন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

এশিয়া কাপ খেলতে গতকাল রোববার দুপুরে দেশ ছাড়ছেন সাকিব আল হাসানের দল। এর আগ মুহূর্তে গণমাধ্যমের মুখোমুখি হন তাসকিন আহমেদ। জানালেন, এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।
এই টাইগার পেসার বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা, ইনশা আল্লাহ। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। তবে আসল লক্ষ্য হলো ভালো ক্রিকেট খেলা। সবাই দোয়া করবেন, যেন আমরা ভালো ক্রিকেট খেলতে পারি।’ এর আগে তিনবার এশিয়া কাপের ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ দল। অন্য আসরের থেকে এবারের দল এবং ফরম্যাট ওয়ানডে থাকায় তাসকিনের বিশ্বাস, খেলোয়াড়রা তাদের সেরাটা দিলে চ্যাম্পিয়ন হওয়া অস্বাভাবিক নয়।
তাসকিন বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। ভালো ক্রিকেট খেলতে হবে। সামনে বিশ্বকাপও আছে। সবাই নিজেদের সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব।’ সরাসরি শ্রীলঙ্কা চলে যাবে টাইগাররা। তবে অসুস্থতার কারণে যাওয়া হচ্ছে না লিটন দাসের।
শ্রীলঙ্কায় যাওয়ার পর ৩১ আগস্ট লঙ্কানদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সাকিব আল হাসানের দল। ৩ সেপ্টেম্বর বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। গ্রুপপর্ব পার হতে পারলে মিলবে সুপার ফোরের টিকিট। সুপার ফোরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ৬ সেপ্টেম্বর থেকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com