সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন

মেধাবী শিক্ষার্থী খালিদ ও তুলির মমতাময়ী মাকে বাঁচাতে এগিয়ে আসুন

আয়নাল হক (স্টাফ রিপোর্টার) রংপুর
  • আপডেট সময় সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

মোছাঃ খালেদা বেগম(৪০), স্বামী মোঃ তাজউদ্দীন আহমেদ। গ্রামঃ পাইকার বাজার, পোষ্ট/থানা হারাগাছ, উপজেলা কাউনিয়া, জেলা রংপুর। খালেদা বেগম ২ সন্তানের জননী যার জন্ম ১টি কিডনি নিয়ে বেঁচে থাকা। সেটিও অচল বিগত ৫ বছরের বেশি সময় ধরে। দীর্ঘ এই ৫ বছরে নিয়মিত ডায়ালাইসিস, চিকিৎসা কার্যে যা সহায়সম্বল ছিল তা বিক্রি করে নিঃস্ব এখন। তিনি বর্তমানে অধ্যাপক ডাঃ কামরুল ইসলাম স্যারের তত্ত্বাবধায়নে সি,কে,ডি (ঈকউ) ইউরোলজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। কিডনি দান করতে প্রস্তুত খালিদ-তুলির বাবা কিন্তু কিডনি পূর্তি স্থাপন করতে ১৩-১৪ লক্ষ টাকার প্রয়োজন যা তাদের পরিবারের পক্ষে ব্যায় করা একেবারেই অসম্ভব। এমতাবস্থায় আপনাদের হৃদয়ান্থিক সহযোগিতা ও সমাজের বৃত্তবানদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আপনাদের অনুদানে খালিদ ও তুলি ফিরে পেতে পারে তাদের গর্ভধারিনী মা কে। বেঁচে যেতে পারে একটি পরিবার। আসুন আত্বমানবতার সেবায় এগিয়ে আসি। এই মা না থাকলে আজ আপনি আমি কেউ পৃথিবীর আলো দেখতে পেতাম না। ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করে আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন মা। মাকে বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন-০১৯২৭৬৭১২৫৫ উইইখ: ৭০১.৭৩৩.১১২.৫৯৪৮( কযধষরফ ঐধংধহ) এবং মোঃ তাজউদ্দিন আহমেদ, সঞ্চয়ী হিসাব নং-৪৩১৭০১০০১২৮৪৫ রূপালী ব্যাংক লিমিটেড পিএলসি, হারাগাছ শাখা কাউনিয়া, রংপুর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com