রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন

মনোহদীতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা নির্মাণের অভিযোগ

মাহবুবুর রহমান (মনোহরদী) নরসিংদী
  • আপডেট সময় সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

নরসিংদীর মনোহরদীতে নিন্মমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে দাইরাদী থেকে মনোহরদী সংযোগ সড়ককণে এই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করছেন এলাকাবাসী। এলাকাবাসী জানিয়েছেন, নিন্মমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা নির্মাণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করছে ঠিকাদার। কাজে ব্যবহার করছেন নিম্নমানের সামগ্রী। সংশ্লিষ্টরা জানান, পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে দাইরাদী থকে মনোহরদী সংযোগ সড়ককে পাকা সড়কে উন্নীত করার কাজ শুরু হয়। দুই কোটি ৮৩ লাখ টাকা চুক্তিমূল্যে তিনটি প্রকল্পের কাজ পায় মেসার্স হক এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। একটি প্রকল্পের ৫০০ মিটার অংশের কাজের মান নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ। সরেজমিনে গিয়ে দেখা যায়, মনোহরদী পূর্বপাড়া আম গাছ তলা থেকে দাইরাদী ফরিদী বাড়ী আঞ্চলিক-গ্রামীণ সড়কে ৫০০ মিটার কাজ চলছে। সেখানে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইটের টুকরো। রাস্তার কাজের নামে চলছে নয়ছয় অবস্থা। স্থানীয়দের ভাষ্য সড়ক বিভাগ সঠিকভাবে তদারকি না করায় সড়কের এমন হাল। তড়িঘড়ি করে এগোচ্ছে সব কাজ। তাই টিকসই হবে কিনা তা নিয়ে সন্ধিহান এলাকাবাসী। আব্দুল খালেকসহ একাধিক এলাকাবাসী জানান, নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ করছে। এতে করে রাস্তাটি বেশি দিন টিকসই হবে না। এতে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। কর্তৃপক্ষ রাস্তাটির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন এমটাই চাওয়া আমাদের। কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হক এন্টারপ্রাইজের মালিক বজলুল হক বজলু বলেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ সঠিক না। কয়েক ট্রাক ইটের খোয়া খারাপ গেছে। এগুলো সরিয়ে নেওয়া হবে। মনোহরদী উপজেলা প্রকৌশলী মাহিদুল ইসলাম জানান, রাস্তাটির কাজের অনিয়মের কথা ফোনে অনেকেই জানিয়েছেন। তদন্ত সাপেক্ষে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com