সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন

মাদক-সন্ত্রাস কঠোর হস্তে দমন করা হবে: সি মোজাম্মেল

আবু কোরাইশ আপেল কুমিল্লা উত্তর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

কুমিল্লার দাউদকান্দি মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হক বলেছেন, মাদক যুব সমাজকে ধ্বংস করে। পরিবার ও সমাজে শান্তি বিনষ্ট করে। জনপ্রতিনিধিরা সরকারের অংশ। জনপ্রতিনিধিদের সহযোগিতায় উপজেলার প্রতিটি ইউনিয়নে ইভটিজিং,কিশোর গ্যাং ও সন্ত্রাস দমন করা হবে। বুধবার দুপুরে দাউদকান্দি উপজেলার সুন্দুুলপুর ও বারপাড়া ইউনিয়নের জনগণ ও চেয়ারম্যানদের সাথে পৃথক মতবিনিময় সভায় বক্তৃতাকালে তিনি এ ঘোষণা দেন। ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, মাদকসেবী ও ব্যবসায়ীদের দ্বারা সমাজে আইনের পরিপন্থী ঘটনা ঘটছে। চেয়ারম্যানদের সহযোগিতা চেয়ে তিনি আরও বলেন, ইউপি চেয়ারম্যানরা হলেন স্থানীয় সরকারের অংশ। সরকারের ভাবমূর্তি রক্ষায় মাদকসহ আইনের পরিপন্থী কর্মকা- প্রতিরোধে আমার যেমন দায়িত্ব আছে তেমনি আপনাদেরও দায়িত্ব রয়েছে। আপনারা সহযোগিতা করলে শিগগিরই দাউদকান্দি উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে অপরাধ নির্মূল করা সম্ভব। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুন্দরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আসলাম মিয়াজী, বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজারুল ইসলাম মানিক সওদাগর, দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার রওশন জামান সহ আরও অনেকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com