বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম ::
ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৪ পেল ইসলামী ব্যাংক ৩টি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বাকিলা বাজার উপশাখা উদ্বোধন ভোলা-২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুল গ্রেফতার:এলাকায় আনন্দ মিছিল টাইটানস্ স্পোর্টিং ক্লাব আয়োজিত আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন ব্যারিস্টার মারুফ ইব্রাহীম আকাশ রিউমার স্ক্যানারের প্রতিবেদন: আওয়ামী লীগের অপতথ্যের ছড়াছড়ি পৃথিবী বাঁচাতে নতুন সভ্যতা গড়ার ডাক প্রধান উপদেষ্টার জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান নিয়ম ভেঙে প্রেমিকের সঙ্গে হোটেলে রাত্রিবাস মিস ইউনিভার্সের মঞ্চ থেকে বিতাড়িত সুন্দরী বাবার ফ্যাসিবাদী আদর্শে মেয়েল শাসনের কারণে মুজিবের ছবি সরানো হয়েছে : মাহফুজ আলম

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে নেই মেসি-রোনালদো-নেইমার

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

এবারের চ্যাম্পিয়ন্স লিগে দেখা যাবে না লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং নেইমারকে। ইউরোপের দল ছেড়ে তারা চলে গিয়েছেন অন্য মহাদেশের ক্লাবে। ২০০৩ সালে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ খেলেছিলেন রোনালদো। তার পর থেকে এই তিন ফুটবলারের কেউ না কেউ চ্যাম্পিয়ন্স লিগে খেলেছেন। ২০ বছর পর এবারেই প্রথম এই তিন ফুটবলারকে বাদ দিয়ে হবে ইউরোপের ক্লাবগুলোর মহাযুদ্ধ। গত বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ বাছাই হলো। মেসি, নেইমার, রোনালদোর সাবেক ক্লাবগুলো একেকটি গ্রুপে ভাগ হয়ে গেল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের আল নাসেরে চলে গিয়েছেন রোনালদো। সেই ম্যাঞ্চেস্টার এবারে রয়েছে গ্রুপ এ-তে। সেই গ্রুপেই রয়েছে বায়ার্ন মিউনিখ। এবারেই সেই দলে যোগ দিয়েছেন ইংরেজ অধিনায়ক হ্যারি কেন। মেসির সাবেক ক্লাব বার্সেলোনা রয়েছে গ্রুপ এইচ-এ। তাদের খেলতে হবে পোর্তো, শাখতার এবং অ্যান্টওয়ার্পের বিরুদ্ধে।
মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার আগে দু’বছর খেলেছিলেন প্যারিস সঁ জরমঁতে। সেই দলে রয়েছেন কিলিয়ান এমবাপে। নেমারও এই ক্লাবে খেলতেন। পিএসজি রয়েছে গ্রুপ এফ-এ। মনে করা হচ্ছে এই গ্রুপ থেকে পরের পর্বে যাওয়ার জন্য সব থেকে কঠিন লড়াই হবে। পিএসজি ছাড়া এই গ্রুপ রয়েছে বরুসিয়া ডর্টমন্ড, নিউক্যাসেল এবং এসি মিলান।
চ্যাম্পিয়ন্স লিগের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ। ১৪ বার এই প্রতিযোগিতা জিতেছে তারা। রিয়াল মাদ্রিদের হয়েই রোনালদো চার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন। সেই দল রয়েছে গ্রুপ সি-তে। রিয়াল মাদ্রিদ ছাড়াও এই গ্রুপে রয়েছে নাপোলি, ব্রাগা এবং ইউনিয়ন বার্লিন। অন্য গ্রুপগুলোর মধ্যে গ্রুপ বি-তে রয়েছে সেভিয়া, আর্সেনাল, পিএসভি এবং লেন্স। গ্রুপ ডি-তে রয়েছে বেনফিকা, ইন্টার মিলান, সালজবার্গ এবং রিয়াল সোসিদাদ। গ্রুপ ই-তে রয়েছে ফেয়েনুর্ড, অ্যাটলেটিকো মাদ্রিদ, লাজিয়ো এবং সেল্টিক। গ্রুপ জি-তে রয়েছে গত বারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি। তাদের সাথে রয়েছে লিপজিগ, ইয়ং বয়েজ এবং ক্রভেনা ভেজদা। সূত্র : আনন্দবাজার পত্রিকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com