বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে শুক্রবার বিকালে ভিরাল্লা এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেবিদ্বার উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে ও দেবিদ্বার উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী মাসুদ হাসান এবং আলীম পাঠান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সদস্য মোঃ মনিরুজ্জামান ফরাজী, অ্যাডভোকেট মুসা ভূইয়া, দেবিদ্বার উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মঞ্জুরুল হক সরকার, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান মুন্সী সহ আরো অনেকে। এসময় বক্তারা বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে সু-চিকিৎসা এবং আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সম্পন্ন করার জন্য জোর দাবী জানান। এবং তিন বারের সাবেক প্রাধান মন্ত্রী ও বি এনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়ার্উ রহমানের জন্য দোয়া মোনাজাত শেষে তাবারুক বিতরণ করা হয়।