বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পাবনায় বর্ণাঢ্য র?্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (০২ সেপ্টেম্বর) দুপুরে বর্ণাঢ্য র্যালীটি পাবনা জেলা বিএনপি’র কার্যালয় গোপালপুর লাহেড়ী পাড়া থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ। র্যালীতে দলীয় ও জাতিয় পতাকা, ব্যানার, ফেষ্টুন, বাদ্যযন্ত্র নিয়ে নেতা-কর্মীরা যোগ দেন। এর আগে বিভিন্ন উপজেলা ও পৌর ইউনিট থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ে সমবেত হয়। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র আহবায়ক ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার ব্যাক্তিগত সহকারী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ^াস, জাতিয়াতাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবীদ হাসান জাফির তুহিন, সাবেক জেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মান্নান মাষ্টার, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, আনিসুল হক বাবু, নুর মোহাম্মদ মাসুম বগা, আবু ওবায়দা শেখ তুহিন, জেলা বিএন’ির সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, মোসাব্বির হোসেন সঞ্জু, মহিলা দলের সভাপতি পুর্নীমা ইসলাম, সাবেক এমপি সেলিম রেজা হাবিব, কেএম আনোয়ারুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি হিমেল রানা, সাধারন সম্পাদক মনির আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইয়ামিন খান, সাধারণ সম্পাদক টিটু, ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্সসহ নেতা-কর্মীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাডভোকেট মাসুদ খন্দকার। সমাবেশে বক্তারা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন দাবি, সেই সাথে খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি দাবি করা হয়।