সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:২৫ অপরাহ্ন

শাহজাদপুরে কমিউনিটি ক্লিনিকের ভলেন্টিয়ারদের মানববন্ধন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

কমিনিউটি ক্লিনিকে কর্মরত ভলেন্টিয়ারদের প্রকল্প বন্ধ ঘোষনার প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরে মেডিকেল হেলথ ভলেন্টিয়ারদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শাহজাদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে প্রায় দুই শতাধিক ভলেন্টিয়ার উপস্থিত ছিলেন। এসময় রেদওয়ান আহমেদ রিয়াদের সভাপতিত্বে ও ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলহক হোসেন, মীর জাসিব, মোছাঃ নাদিরা খাতুন সহ আরো অনেকে। এসময় এম,এইচ,ভি প্রকল্পটি বন্ধ না করে চালু রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান বক্তারা। বক্তারা বলেন, কমিউনিটি ক্লিনিকগুলো মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। মাননীয় প্রধানমন্ত্রী গ্রামের সাধারণ মানুষের চিকিৎসা সেবার কথা ভেবেই গ্রামে কমিউনিটি ক্লিনিক চালু করেছে। সারাদেশের কমিউনিটি ক্লিনিকে গ্রামের সাধারণ মানুষ জরুরিভাবে প্রাথমিক চিকিৎসা সেবা সুবিধা পেয়ে থাকেন। আমরা দ্বায়িত্বসহকারে মানুষের সেবা করে থাকি। আমাদের সম্মানিভাতা খুবই সামান্য। তারপরেও আমরা সঠিকভাবে দ্বায়িত্ব পালন করি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানাই যেন, আমাদের এই প্রকল্পটি বন্ধ না করেন। এটা চালু রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানাচ্ছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com