নওগাঁর বদলগাছীতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান,গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস ও আউশ ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদর ইউনিয়নের গোল্লা গ্রামে কৃষকের খলিয়ানে অনুষ্ঠিত কৃষক মাঠ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি বিভাগের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ শামসুল ওয়াদুদ, নওগাঁ জেলা উপ-পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, সংশ্লিষ্ট প্রকল্পের মনিটরিং অফিসার ড. মোঃ আনোয়ারুল ইসলাম, বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাবাব ফারহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শামসুল আলম সহ স্থানীয় কৃষকগণ মাঠ দিবসে অংশগ্রহণ করেন। মাঠ দিবসের অনুষ্ঠান শেষে অতিথিগণ একজন কৃষকের আউশ ধান নমুনা শস্য কর্তনের উদ্বোধন করেন এবং বীজ সংরক্ষনের গুদাম পরিদর্শন করেন।