কুমিল্লার দেবিদ্বারে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সোমবার সকাল ১১ টায় র?্যালী ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এইড বাংলাদেশ ও পৌরসভার যৌথ আয়োজনে র?্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের হয়ে দেবিদ্বার ও পৌর সদরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে। এসময় র?্যালীতে উপস্থিত ছিলেন দেবিদ্বার পৌরসভার মেয়র সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার উপজেলার নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, দেবিদ্বার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ গোলাম মাওলা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন, পৌরসভার সহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, এইড বাংলাদেশের চেয়ারম্যান আনিসুজ্জামান, কাউন্সিলর মোঃ মজিবুর রহমান, মোঃ নাঈমুল রহমান সুমন, মোঃ বাছির উদ্দিন, মোঃ আবুল হোসেন, মহিলা কাউন্সিলর শারমিন আক্তার, কামরুন নাহার সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ আরো অনেকে। পৌর মেয়র বলেন, দেবিদ্বার পৌরসভা ও উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক নানা কর্মসূচি পালন করে যাচ্ছি। ডেঙ্গুসহ পরিচ্ছন্ন শহর গড়তে দেবিদ্বার পৌরসভার ওষুধ ছিটানোসহ নানা কার্যক্রম অব্যাহত থাকবে।