বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮৭তম সভা অনুষ্ঠিত অন্তর্র্বতীকালীন সরকারকে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে -আমান শ্রীমঙ্গলে নারী চা শ্রমিক-কর্মজীবী নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য নিয়ে সংলাপ কালীগঞ্জে সরকারি মাহতাব উদ্দিন কলেজে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম : আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা বগুড়ার শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত-নিহতদের স্মরণসভা দেশবিরোধী চক্রান্তকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে-রেজাউল করিম বাদশা দুর্গাপুরে আইনজীবীদের মানববন্ধন কয়রায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ সভা ও সাংস্কৃতিক ইসকন নিষিদ্ধের দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের প্রতিবাদে জলঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ দুর্গাপুরে শেষ হলো দুইদিন ব্যাপি কৃষিবিষয়ক প্রশিক্ষণ

ফরিদগঞ্জে আখ বিক্রি শুরু, দাম বেশি পাওয়ায় কৃষকের মুখে হাসি

এমরান হোসেন লিটন (ফরিদগঞ্জ) চাঁদপুর :
  • আপডেট সময় বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আখের ভালো ফলন পেয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চাষিরা। আখের ফলন ভালো হওয়ায় এবং দাম বেশি পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। উপজেলার আখ চাষীরা এবার লাভবান হতে পারবেন বলে তাদের আশা। এখন আখ কাটা এবং বিক্রির ভরা মৌসুম। উপজেলার আখ চাষ এলাকার চতুর্দিকে এখন আখ কাটার হিড়িক দেখা গেছে। তবে সার এবং কীটনাশকের দাম নিয়ে তারা একটু হতাশা প্রকাশ করেন ফরিদগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় ২০২২/২৩ অর্থবছরে পুরো উপজেলায় ২৮০ হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু দেখা যায় কৃষকরা আখ চাষে উদ্বুদ্ধ হয়ে ২৯০ হেক্টরের বেশি জমিতে আখ চাষ করেন। বিশেষ করে উপজেলার ১, ২ , ৭ , ৮ , ৯, ১৫, ১৬ নং ইউনিয়ন এবং পৌরসভার কিছু কিছু জায়গায় আখ চাষ করা হয়। যার মধ্যে শুধু ১ নং বালিথুবা ইউনিয়নেই ২০০ হেক্টর জমিতে আখ চাষ করা হয়। ফরিদগঞ্জ উপজেলায় বিশেষ করে রং বিলাস, চাঁদপুর গ্যান্ডারি, ঈশ্বরদী, মানিকগঞ্জ ২০৮জাতের আখ চাষ বেশি হয়। ছোট বড় সাইজের প্রতি পিস আখ খুচরা বাজারে ১০ থেকে ৬০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। আখের পাইকাররা বলছেন ভিন্ন কথা, তারা বলেন, জমিন থেকে আখ তুলে শ্রমিকের পয়সা এবং পরিবহন খরচ দিয়ে আমাদের বেশি একটা লাভ হয়না। ফরিদগঞ্জ উপজেলার আখ বিশেষ করে কুমিল্লা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ঢাকা, নারায়ণগঞ্জ সহ কয়েকটি এলাকায় নিয়ে বিক্রি করা হয়। আখ চাষীদের মধ্যে দক্ষিণ মদনের গাঁও খাসের বাড়ির এমরান খান নামের একজন জানান তিনি মোট ৩০০ শতাংশের মধ্যে আখ চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকার কারণে তার খুব ভালো ফলন হয়েছে। সব মিলিয়ে তার খরচ হয়েছে ৫ লক্ষ ৫০ হাজার টাকা। তিনি আশা করছেন এ বছর তাঁর ৭ লক্ষ টাকা আখ বিক্রিতে আসবে। অন্যদিকে সুজন খান নামের একজন আখ চাষী বলেন, তিনি ২ শত ৭০ শতক জমিনে আখ চাষ করেছেন। তার খরচ হয়েছে ৪ লাখ ৫০ হাজার টাকা। কিন্তু তিনি আখ বিক্রি করতে পারবেন ৪ লাখ ৫০ হাজার বা কিছু বেশি টাকা। তিনি বলেন, সারের দাম খুব বেশি হওয়ায় এবং তার ফলন খারাপ হওয়ার কারণে বেশি লাভ হবে না। দক্ষিণ মদনেরগাঁও নোয়াবাড়ির হারুন নামের আরেকজন আখ চাষী বলেন তিনি ১৫০ শতক জমিনের মধ্যে আখ চাষ করেছেন। তার খরচ হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা। তিনি আসা করছেন এ বছর তার আখ বিক্রি আসবে ৪ লক্ষ ৫০ হাজার টাকা। মানিক রাজের মহসিন পাটোয়ারী বলেন, তিনি ২৭ শতাংশ জমিনের মধ্যে আক চাষ করেছে। তার খরচ হয়েছে ৩৫ হাজার টাকা। তিনি আশা করছেন আঁখ বিকৃতিতে তার ৬০ থেকে ৬৫ হাজার টাকা আসবে। আখ চাষিরা বলেন রং বিলাস জাতের আখ চাষ করেছেন। এ আখ খেতে খুব সুস্বাদু। এবং খুব মিষ্টি ও খুব বেশি রসালো। এ জাতের আখ ফরিদগঞ্জে খুব কম চাষি চাষ করেন। তারা বলেন, অত্র এলাকায় প্রায় ২০০ হেক্টর জমিনের মধ্যে আখ চাষ করা হয়েছে। তারা আরো বলেন, এ বছর আখের দাম বেশি পেলেও সারের দামের তুলনায় আখের দাম কম। তারা আরো বলেন, ফরিদগঞ্জ উপজেলা কৃষি অফিস থেকে আমাদের আখ চাষীদের জন্য কোনরকম সহযোগীতা করছে না। আখ চাষীরা বলেন, এবারের মৌসুমে আখের ভালো ফলন হয়েছে। ছোট-বড় সাইজের প্রতি পিস আখ বাজারে নিয়ে ১০-৬০ টাকা পর্যন্ত খুচরা বিক্রি করছে। দাম ভালো পাওয়ায় তারা খুব খুশি। এছাড়া আখ চাষী আব্দুর রব খান, হাসিম, সুজন, তাফাজ্জল মিয়া, জসিম হোসেন বলেন, সারের দামের তুলনায় গতবারের চেয়ে এবছর আখের দাম অনেক কম। খরচের তুলনায় আখের দাম আরও একটু বেশি হলে আমরা লাভবান হতে পারতাম। গত বছর এক পিচ আখ ১৫/২০ টাকা বিক্রি করলেও এ বছর আমরা পাইকারদের কাছে বিক্রি করছি ৭ থেকে ১৫ টাকা। ফরিদগঞ্জ উপজেলা কৃষি অফিসের মাধ্যমে জানা যায়, এবছর ২৮০ হেক্টর জমিতে আখ চাষ করার টার্গেট থাকলেও করা হয়েছে ২৯০ হেক্টরের বেশি। এবং আখ চাষে কৃষি অফিস থেকে সর্বোচ্চ সহায়তা করা হয় বলে তারা জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com